• facebook
  • twitter
Monday, 22 December, 2025

বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এ ঝাড়খন্ডের অধিনায়ক ইশান কিষাণ

ঝাড়খন্ড রাজ্য ক্রিকেট সংস্থার এক কর্তা জানান, ‘দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সঠিক মেলবন্ধন ঘটানো হয়েছে। ইশান কিষাণের নেতৃত্বে দল আত্মবিশ্বাসী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন ইশান কিষাণ। আসন্ন বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এ ঝাড়খন্ড দলের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে রাজ্য ক্রিকেট সংস্থা। এই সিদ্ধান্তে ঝাড়খন্ড ক্রিকেট মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক মরশুমে ইশান কিষাণের ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স এবং মাঠে নেতৃত্বদানের দক্ষতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনি যেমন আক্রমণাত্মক, তেমনই দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস গড়ে তোলার ক্ষমতাও তাঁর রয়েছে। নির্বাচকদের মতে, এই দুই গুণই এক দিনের প্রতিযোগিতায় ঝাড়খন্ডের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে।

Advertisement

প্রসঙ্গত, ঝাড়খন্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে ইশান কিষাণের যাত্রা দীর্ঘদিনের। কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আগেও বিভিন্ন ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি ম্যাচের মোড় ঘোরানোর মতো নজির সৃষ্টি করেছেন। সেই অভিজ্ঞতাই এবারের বিজয় হাজারে ট্রফিতে কাজে লাগাতে চায় দলের পরিচালন সমিতি।

Advertisement

ঝাড়খন্ড রাজ্য ক্রিকেট সংস্থার এক কর্তা জানান, ‘দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সঠিক মেলবন্ধন ঘটানো হয়েছে। ইশান কিষাণের নেতৃত্বে দল আত্মবিশ্বাসী। লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচে লড়াই করে ভালো ফল করা।’ ইতিমধ্যেই শিবিরে অনুশীলন শুরু হয়েছে এবং খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

বিজয় হাজারে ট্রফি ঘরোয়া ক্রিকেটারদের কাছে নিজেকে প্রমাণ করার বড় জায়গা। এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স ভবিষ্যতে জাতীয় দলের দরজাও খুলে দিতে পারে। সেই কারণে ইশান কিষাণের অধিনায়কত্বে ঝাড়খন্ডের পারফরম্যান্সের দিকে ক্রিকেটপ্রেমীদের বাড়তি নজর থাকবে।

Advertisement