• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

ফাঁকা কামরায় তরুণীকে ধর্ষণের চেষ্টা, ধৃত জওয়ান

গুয়াহাটি থেকে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন ওই রেলস্টেশনে এসে পৌঁছয়। তরুণী ট্রেনে উঠতেই সেখানে হাজির হন ৪২ বছরের এক সেনা জওয়ান।

প্রতীকী চিত্র।

ফাঁকা ট্রেনে এক তরুণীকে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক সেনা জওয়ানের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে। এই খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে সেনার হাতে দেশের সুরক্ষার ভার, সেই সেনার হাতেই এভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রেল সূত্রে খবর, ঝাড়খণ্ডের রাঁচী রেলস্টেশনের একটি নির্জন প্ল্যাটফর্মে বসেছিলেন বছর ২২-এর এক তরুণী। সেই সময় গুয়াহাটি থেকে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন ওই রেলস্টেশনে এসে পৌঁছয়। তরুণী ট্রেনে উঠতেই সেখানে হাজির হন ৪২ বছরের এক সেনা জওয়ান। তিনি এরপর ট্রেনের একটি ফাঁকা কামরায় ওই তরুণীকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তরুণী চিৎকার শুরু করলে আরপিএফ-এর কর্মীরা সেখানে ছুটে যান। এইরপরেই সেখান থেকে পালানোর চেষ্টা করলে তিনি ধরা পড়ে যান।

Advertisement

Advertisement

Advertisement