• facebook
  • twitter
Monday, 8 December, 2025

নোদাখালিতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাড়ির সামনে থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে নোদাখালি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা মৃতদেহটি বাড়ি থেকে কিছু দূরত্বে একটি বাগান থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ আপাতত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনও মন্তব্য করেনি। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

তবে এটি কি প্রকৃতই ধর্ষণ করে খুনের ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বাগানের পাশে থাকা একটি বাড়ি সিল করা হয়েছে। সূত্রের খবর, নোদাখালি থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement