চা শুধু একটি পানীয় নয়, চা হল একটি অভ্যাস। দিনের শুরু থেকে শেষ সবটাই চা দিয়ে শুরু করেন চা-প্রেমীরা। আর এই চা-প্রেমীদের কাছে প্রথম পছন্দ হল দার্জিলিঙের বিখ্যাত চা। কিন্তু এই দার্জিলিং চায়ের নাম করেই ঠকানো হচ্ছে ক্রেতাদের। নেপালের চায়ের প্যাকেটে দার্জিলিং চায়ের লেবেল লাগিয়েই বাজারে বিক্রি করা হচ্ছে। দুর্গাপুর বাজারে এভাবেই ঠকানোর অভিযোগ উঠেছে। তার জেরে চা কিনতে গিয়ে ঠকতে হচ্ছে ক্রেতাদের।
দুর্গাপুর শিল্পনগরে এক ক্রেতার অভিযোগ, বাজার ছেয়ে গিয়েছে নকল চা পাতায়। দার্জিলিং চায়ের নাম করে বিক্রি করা হচ্ছে নেপালের চা। এর ফলে দাম দিয়েও দার্জিলিঙের চায়ের সেই গন্ধ পাচ্ছেন না তাঁরা। দুর্গাপুর সিটি সেন্টার অঞ্চলের এক চা বিক্রেতা তাঁর দোকানে চা সাজিয়ে রেখে কোনটা দার্জিলিঙের চা ও কোনটা নেপালের চা তা লিখে রেখেছেন।
Advertisement
তাঁর কথায় দার্জিলিঙে যেমন দার্জিলিং চায়ের নাম করে নেপালের চা বিক্রি হচ্ছে, সেরকম ভাবেই দুর্গাপুরের বাজারে একাধিক অসাধু ব্যবসায়ীরা নেপালের চা বিক্রি করছেন। ভালো দার্জিলিং চা পাতা দু’হাজার টাকা করে কেজি। এর কমে কোনও দার্জিলিং চায়ের নাম করে চা বিক্রি হলেই বুঝতে হবে তা নেপালের চা। আসানসোলের এক চা বিক্রেতা অজয় কুমারের বক্তব্য়, নেপালের চা ও দার্জিলিঙের চা পাশাপাশি রাখলে তা খালি চোখে বোঝা যাবে না।
Advertisement
সেই সুযোগ নিয়েই কিছু অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকিয়ে চা বিক্রি করছেন। যার কারণে যে সকল ব্যবসায়ীরা আসল দার্জিলিং চা বিক্রি করছেন তাঁদের প্রতি আস্থা হারাচ্ছেন ক্রেতারা। সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। আবার দুর্গাপুরের একটি গেস্ট হাউসের ম্যানেজারের দাবি, তাঁদের গেস্ট হাউসে প্রকৃত দার্জিলিং চা বিক্রি করা হচ্ছে। কিন্তু দুর্গাপুর বাজারের নকল দার্জিলিং চা বিক্রির খবর ছড়াতে এখন ক্রেতারা শুধুমাত্র দামি দোকান থেকে দার্জিলিং চা কিনছেন।
Advertisement



