আজ মতুয়াগড় রানাঘাটে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রশাসনিক সভার পর রাজনৈতিক জনসভা করবেন তিনি। মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শনিবার ১১টা নাগাদ তাহেরপুরে সভা করার কথা প্রধানমন্ত্রীর। সঙ্গে থাকছেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিও।
রানাঘাট মহকুমার তাহেরপুরে ১১টা নাগাদ হেলিকপ্টারে করে নামবেন তিনি। তারপর গাড়ি করে সভাস্থলে যাবেন বলে খবর। সেখানে দু’টি আলাদা মঞ্চ রয়েছে। একটিতে তিনি প্রশাসনিক সভা করবেন। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করবেন।
Advertisement
বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেন রাস্তার উদ্বোধন করবেন। অন্যদিকে বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত ৪লেনে উন্নতি করার প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর ১২ নাগাদ পাশের মঞ্চে করবেন পরিবর্তন সংকল্প সভা। সকাল থেকেই সভামঞ্চে ভিড়। আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা।
Advertisement
Advertisement



