• facebook
  • twitter
Friday, 19 December, 2025

বার্লিনে জার্মান পরিবেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর

বিশ্বজুড়ে জলবায়ুর প্রতিকূল পরিস্থিতি নিয়ে আলোচনা

ছবি: এএনআই

বার্লিনে সম্প্রতি জার্মানির পরিবেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সংসদের বিরোধী দলনেতা ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এই বৈঠকে মূলত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন, ‘পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত বিশ্বব্যাপী পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে এই সমস্যা সমাধানে এগিয়ে আসা।’

Advertisement

দুই নেতা আলোচনা করেন সবুজ শক্তি, কার্বন নির্গমন হ্রাস এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিয়ে। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের গুরুত্বকেও তাঁরা গুরুত্ব দেন।

Advertisement

জার্মান পরিবেশমন্ত্রীও এ বিষয়ে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সরকার, ব্যবসা এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বয় অপরিহার্য। দুই দেশের মধ্যে প্রযুক্তি, গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।

উল্লেখ্য, এই বৈঠক আন্তর্জাতিক জলবায়ু কর্মপরিকল্পনায় ভারতের অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার উপর নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন ধরনের দ্বিপাক্ষিক বৈঠকগুলো বিশ্ব পরিবেশ নীতির উন্নয়ন ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

Advertisement