• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর টিজার

তারকাখচিত টিজারের ট্যাগ লাইন, ‘গর্জন যেন লাহোর অবধি শোনা যায়’

‘বর্ডার’ সিনেমার সিক্যুয়েল ঘোষণা আগেই হয়েছিল। এবার বিজয় দিবসের দিন সামনে এল ‘বর্ডার ২’-এর টিজার। ১৯৯৭ সালে বর্ডার সিনেমা মুক্তি পেয়েছিল। তার ঠিক ২৭ বছর পর ফের হাজির সানি দেওলের টিম। মঙ্গলবার সিক্যুয়েলের টিজার মুক্তির সঙ্গে সঙ্গে নস্ট্যালজিয়াকে উসকে দিল এই ছবি। তারকাখচিত টিজারের ট্যাগ লাইন, ‘গর্জন যেন লাহোর অবধি শোনা যায়।’

‘বর্ডার ২’ ছবির পরিচালনা করেছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝা, অহন শেট্টি-সহ একাধিক বলিউড তারকাদের। দেশমাতৃকার উদ্দেশে জওয়ানদের দেশপ্রেমের দৃশ্য ফুটে উঠেছে ‘বর্ডার ২’-এর টিজারে।

Advertisement

সংলাপে ফুটে উঠেছে দেশপ্রেমের আবেগ এবং ছবির অ্যাকশন উত্তেজনা বাড়িয়ে তুলেছে দর্শকদের মধ্যে। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। উল্লেখ্য, মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন।

Advertisement

‘সন্দেশে আতে হ্যায়’ গানটি এবার শোনা যাবে অরিজিৎ সিং এবং সোনু নিগমের কণ্ঠে। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত এই ছবির কথা ঘোষণা করেছিলেন। আগের ছবির নস্ট্যালজিয়াকে এত বছর পরে পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন অনুরাগ সিং এবং জেপি দত্তর কন্যা নিধি দত্ত। টিজার দেখেই অনুরাগীদের মধ্যে প্রত্যাশার পারদ যে চড়ছে, তা বলাই যায়।

 

Advertisement