• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সমাজসেবায় ২১ বিলিয়ন মার্কিন ডলার প্রেমজির

সমাজসেবায় ২১ বিলিয়ন মার্কিন ডলার দিলেন প্রেমজি

উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি (ছবি- ট্যুইটার)

মুম্বই, ১৪মার্চ- সমাজসেবায় মোট ২১ বিলিয়ন মার্কিন ডলার দান করলেন শিল্পপতি আজিম প্রেমজি। এর ফলে সমাজসেবায় তাঁর দানের অর্থ গিয়ে দাঁড়ালো ১লক্ষ ৪৫ হাজার কোটি টাকায় এই ঘোষণার পরেই বিশ্বের অন্যতম বড় ফাউন্ডেশনের তালিকায় নাম লেখালো আজিম প্রেমজির সংস্থা আজিম প্রেমজি ফাউন্ডেশন ।

আজিম প্রেমজি প্রথম ভারতীয় যিনি বিল গেটস এবং ওয়ারেন বাফেটের শুরু করা ‘দ্য গিভিং প্লেজ’-র উদ্যোগে শরিক হয়েছেন। এই উদ্যোগের শরিক হয়ে বিশ্বের ধন কুবেররা প্রতিজ্ঞা করেন তাঁদের সম্পত্তির ৫০ শতাংশ দান করবেন সমাজের উন্নতির জন্য।

Advertisement

তিনটি বিশেষ ক্ষেত্রে কাজ করে এই ফাউন্ডেশন – সরকারি স্কুলের মনোন্নয়ন , আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বড় অঙ্কের ভর্তুকি দেওয়া এবং বিশেষ কিছু অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনকে সাহায্য করা।

Advertisement

Advertisement