পূর্বভারতের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বড় উদ্যোগ। আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৬-এ প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছে সিনেব্রিজ। একটি ইন্ডাস্ট্রি মার্কেট প্ল্যাটফর্ম যা স্বাধীন নির্মাতার স্বপ্নকে উড়ান দেবে। প্রোজেক্টকে করবে বাস্তবায়ন।
আগামী ২৪ জানুয়ারি, রোটারি সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেব্রিজ-এর নির্মাতারা সরাসরি যুক্ত হবেন ওটিটি প্ল্যাটফর্মে। প্রযোজক, বিনিয়োগকারী এবং শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউসের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন তাঁরা। আইকেএসএফএফ-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন,’আমরা দেখেছি, প্রতিভার ঘাটতি নেই, সমস্যা সুযোগের অভাব। সিনেব্রিজ সেই শূন্যস্থানই পূরণ করবে, সিনেমাকে পৌঁছে দেবে মূল বাজারে।‘
Advertisement
এনএফডিসি ফিল্ম বাজারের আদলে তৈরি এই প্ল্যাটফর্ম নির্মাতাদের দিচ্ছে ওটিটি এবং ডিস্ট্রিবিউশন চুক্তির সম্ভাবনা। সহ-প্রযোজনা ও অর্থায়নের সুযোগ। ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ এবং অধিগ্রহণের সুবিধা। ইতিমধ্যেই মুম্বইয়ের লিটল ল্যাম্ব প্রোডাকশন এবং ইওএন ফিল্মস-সহ কলকাতার শীর্ষ প্রোডাকশন হাউস ও একাধিক ওটিটি প্ল্যাটফর্ম এর অংশগ্রহণ নিশ্চিত করেছে। যা এই উদ্যোগের বাজারমূল্য ও সম্ভাবনার বড় প্রমাণ।
Advertisement
২০২০ সালে শুরু হওয়া আইকেএসএফএফ বর্তমানে পূর্ব ভারতের সর্বাধিক মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। মোহন আগাসে, মুনমুন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া সীল ঘোষ, পণ্ডিত বিক্রম ঘোষ-সহ অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন।
ফেস্টিভাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী জানিয়েছেন, ‘শুধু প্রদর্শনী নয়, আমরা নির্মাতাদের ভবিষ্যতের পথও তৈরি করতে চাই। সিনেব্রিজ সেই অগ্রগতির বাস্তব রূপ।‘ ফেস্টিভাল শুরু হচ্ছে আগামী বছর ২০ জানুয়ারি এবং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইন স্ক্রিনিং চলবে ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি। অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং রোটারি সদন-সহ বেশ কয়েকটি স্থানে ছবি প্রদর্শিত হবে।
Advertisement



