ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় দলে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা উইকেটরক্ষক হিসেবে রয়েছেন। কিন্তু সঞ্জু স্যামসনকে পছন্দের তালিকায় রাখেননি কোচ গৌতম গম্ভীর। তিনি বরোদার উইকেটরক্ষক জিতেশ শর্মাকেই প্রথম পছন্দের তালিকায় রাখেন। জিতেশ প্রথম ম্যাচেই নজর কেড়েছেন। সেই কারণেই আগামী ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গা পাওয়াটা বেশ কঠিন হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হল, সঞ্জু এবং জিতেশের মধ্যে সম্পর্ক কেমন? জিতেশের অভিমত, আমি দাদার মতো দেখি সঞ্জু স্যামসনকে। আমি মনে করি, এমন একজন ক্রিকেটার দলের পাশে থাকেন, তাহলে অনেককিছু জানতে পারা যায়। সেই কারণে আমি মনে করি, তাঁর সঙ্গে সম্পর্কে কোনও অবনতি হয়নি। সঞ্জু স্যামসনের খেলা দেখে আমি অনেককিছু শিখেছি। তিনি অনেক বড় ক্রিকেটার। কোনওভাবেই পাল্লা দেওয়ার চেষ্টা করিনি।
সঞ্জু স্যামসনকে প্রথম সারির খেলোয়াড়দের মধ্যে রাখা হয়ে থাকে। তাই ব্যাটিং অর্ডারটা উপরেই থাকে। আর জিতেশ শর্মাকে সবসময় ফিনিশার হিসেবে নামানো হয়ে থাকে। অধিনায়ক সূর্যকুমার যাদবের কথা, সঞ্জু প্রথম থেকেই উপরের সারিতে ব্যাট করতে এলেও মনে রাখতে হবে, শুধু ওপেনার হলে চলবে না, ব্যাটিং অর্ডার নিয়ে অনেক বেশি নমনীয় হতে হবে।
Advertisement
মঙ্গলবারের ম্যাচে সূর্যকুমার-সহ তিলক বর্মা, অক্ষর পটেলেরা ব্যাটিং অর্ডারের উপরের দিকে জায়গা পেয়েছেন। দলে রিঙ্কু সিং নেই। ফিনিশার হিসাবে খেলানো হয়েছে জিতেশকে। শুধু উইকেটরক্ষক বদল নয়, বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডার বদলে ফেলেছেন গম্ভীর। নীচের দিকে ব্যাট করতে না পারলে সঞ্জুকে অপেক্ষা করতে হবে অভিষেক শর্মা বা শুভমন গিলের ব্যর্থতার জন্য।
Advertisement
Advertisement



