শুভমন গিলের আগমনে কি অনিশ্চিন্ত হয়ে পড়ল সঞ্জু স্যামসনের জায়গা ? স্বাভাবিকভাবেই মঙ্গলবার এশিয়া কাপের দল নির্বাচনের পর থেকে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আসলে, টি টোয়েন্টিতে শুভমান গিল সাধারণত ওপেনার হিসেবেই খেলে থাকেন। সেক্ষেত্রে, অপর ওপেনার অভিষেক শর্মার জায়গায়টা জাতীয় দলে পাকা হলেও এখনও চূড়ান্ত নয় সঞ্জু স্যামসনের জায়গা।
এমনকি, মঙ্গলবার দল ঘোষণার সময়ও নির্বাচক প্রধান ঘুরিয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘যখন গিল ছিল না, তখন স্যামসন খেলেছে।’ আর এরফলেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি গিলের প্রত্যাবর্তনে জাতীয় দলে জায়গা হারাচ্ছেন স্যামসন। রবিচন্দ্রন অশ্বিন কিন্তু তাই মনে করছেন। তিনি বলছেন, দল নির্বাচন করা নিঃসন্দেহে অনেকটাই কঠিন কাজ।
Advertisement
এরপরেই তাঁর প্রশ্ন, শুভমান গিলকে কেন নির্বাচন করা হল, সেটা বুঝতে পারছি না। ও সহ-অধিনায়ক। গুজরাটের হয়ে আইপিএলে অনেক রান করেছে। অশ্বিন আশঙ্খা প্রকাশ বলেছেন, এর থেকে একটা জিনিস স্পষ্ট, জাতীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা কিন্তু সংশয়ের মুখে পড়ল। তবে, সুনীল গাভাসকার কিন্তু এখনই আশা ছাড়তে রাজি নন। তাঁর মতে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য হয়তো শুভমান গিল ও অভিষেক শর্মা ওপেন করবেন। তবে, সঞ্জু স্যামসনও দলে থাকবে, কিন্তু তিনি কোথায় ব্যাটিং করবেন , সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে, দলের পরিস্থিতির উপর। এরই পাশাপাশি গাভাসকর ভারতের জন্য এশিয়া কাপে সেরা একাদশও বেছে দিয়েছেন।
Advertisement
Advertisement



