বিক্ষোভের কারণ, সোমবার লোকসভায় বন্দেমাতরমের ১৫০ বছর উপলক্ষে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন। তিনি স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারী দাসকে ‘পুলিন বিকাশ দাস’ এবং মাস্টারদা সূর্য সেনকে ‘মাস্টার সূর্য সেন’ বলে সম্বোধন করেছেন। মোদীর বক্তব্যের মাঝেই তৃণমূল সাংসদ সৌগত রায় আপত্তি জানান। যদিও পরে মোদী নিজের ভুল শুধরে ফের ভুল সম্বোধন করেন বঙ্কিমবাবু। তৃণমূলের অভিযোগ, এত বড় সাহিত্যিককে ‘দাদা’ বলে ডাকা সাংস্কৃতিক অশিক্ষার পরিচয়।
Advertisement
শুধু তৃণমূল নয়, কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যান্য দলও ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করে। তৃণমূলের দাবি, বাংলার মহান মনীষীদের প্রতি এই ধরনের অসম্মান তাঁরা মেনে নেবে না। এদিনও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই নীরব বিক্ষোভে সামিল হন দলের সাংসদরা।
Advertisement
অন্যদিকে, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়েও সংসদে উত্তাপ বাড়ছে। বিরোধীরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে আলোচনা চেয়ে আসছেন। শীতকালীন অধিবেশনের শুরুতেও তাঁরা দাবি তুলেছিলেন। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দেন, আলোচনার সিদ্ধান্ত বিজনেস অ্যাডভাইজরি কমিটি নেবে। সব মিলিয়ে মোদীর ভুল সম্বোধনের ঘটনাকে কেন্দ্র করে সংসদে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। তৃণমূল এই প্রসঙ্গে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছে।
Advertisement



