এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি-র দাগি প্রার্থীদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় মোট ৩ হাজার ৫১২ জন দাগি প্রার্থীদের নাম রয়েছে। কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কমিশন তালিকা প্রকাশ করেছে ৷ এবারের তালিকায় শুধু নাম নয়, তার সঙ্গে রোল নম্বর, পোস্ট, অভিভাবকের নাম, জন্মতারিখ মিলিয়ে সম্পূর্ণ বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে এসএসসি।
দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়। এরপর কমিশনের তরফে ফের পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার পরে অভিযোগ ওঠে পরীক্ষায় দাগি চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেছে। এরপরে আদালতে মামলা দায়ের করে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। সোমবার মামলার শুনানিতে কমিশনকে নতুন করে দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করতে বলা হয়।
Advertisement
সেই নির্দেশমতো এসএসসি শুক্রবার দাগিদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করে। এই নতুন তালিকায় চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর, অভিভাবকের নাম, তাঁদের পোস্ট ডিটেইলস, কবে তাঁরা চাকরি পেয়েছিলেন এর যাবতীয় তথ্য প্রকাশ করেছে কমিশন।
Advertisement
গ্রুপ সি ও গ্রুপ ডি-এর চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন কমিশনের তরফে বলা হয়েছিল ৭ হাজার ২৯৩ জন দাগি রয়েছে। কিন্তু এসএসসি-র প্রকাশিত তালিকায় মাত্র ৩৫১২ জন দাগি চাকরিপ্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছিল। এর আগে কমিশনের প্রকাশিত তালিকায় শুধুমাত্র চাকরিপ্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশ হয়েছিল। তখন আদালতের পর্যবেক্ষণ ছিল, যে একই নাম অনেক চাকরিপ্রার্থীদের রয়েছে। তাই নাম, রোল, অভিভাবক ও যাবতীয় তথ্য সহ দাগিদের তালিকা প্রকাশ করেছে কমিশন।
Advertisement



