• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সফরের আগেই পু​তিনের মুখে প্রশংসা মোদীর

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত সফরসূচী অনুযায়ী শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার ভারতে এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে স্বাগত জানাতে দিল্লির পালাম সেনাঘাঁটিতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে আগেই বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট। পুতিন বিমান থেকে নামতেই তাঁকে স্বাগত জানান মোদী। একে অপরকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি দুধসাদা গাড়িতে ওঠেন পুতিন। বৃহস্পতিবার সন্ধেয় প্রধানমন্ত্রীর ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ ছিল রুশ প্রেসিডেন্টের। গাড়িতে পাশাপাশি বসে তাঁরা বাসভবনের উদ্দেশে রওনা হন।

২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে ২ দিনের সফরে ভারতে এসেছেন পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে রুশ প্রতিনিধিদের একটি দল।

Advertisement

তাঁর সফরের আগে পুতিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বলেছেন, ‘ভারত একটি শক্তিশালী দেশ, যে কারও চাপের কাছে মাথা নত করে না।’ রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন যে, ‘আমি অত্যন্ত আনন্দিত যে. আমি আমার বন্ধু প্র্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে চলেছি।’

Advertisement

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, গোটা বিশ্ব ভারতের দৃঢ় অবস্থান দেখেছে। ভারতের অর্থনীতির উন্নয়ন ঘটছে, ৭.৭ শতাংশ হারে অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। ভারত ও রাশিয়ার মধ্যে ৯০ শতাংশেরও বেশি দ্বিপাক্ষিক লেনদেন সফল হয়েছে। পুতিন বলেন, ‘ভারত ও রাশিয়ার সহযোগিতার বিশাল পরিধি রয়েছে। আলোচনার জন্যও অনেক কিছু রয়েছে।’

এক সাক্ষাতকারে পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ-সহ একাধিক বিষয় নিয়ে তাঁদের আলোচনা হবে। এই সমস্ত ক্ষেত্রে ভারত ও রাশিয়া একত্রে কাজ করছে ভবিষ্যতের কথা ভেবে। তিনি জানান, ভারত ও রাশিয়ার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিয়েও আলোচনা হবে।
গত সেপ্টেম্বরে চিনে এসসিও সম্মেলনে মোদীকে নিজের গাড়িতে চাপিয়েছিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গাড়িতে ঘোরার পরিকল্পনা আমারই ছিল। এটাই আমাদের বন্ধুত্বের স্মারক।’ পুতিন জানান, ওই গাড়িতে সফর করার সময়েই তাঁরা এসসিও সম্মেলন সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা সেরে নিয়েছিলেন। তবে পুতিন বলেন, ‘আমাদের এই গাড়িতে করে সফর কোন পূর্বপরিকল্পিত ছিল না। আমরা যখন বাইরে বেরোই তখন সেখানে আমার গাড়িটি ছিল। আমিই বলেছিলাম, চলুন, একসঙ্গে গাড়িতে উঠে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না, বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে গাড়িতে উঠেছিলাম।’

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত সফরসূচী অনুযায়ী শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেলা সাড়ে এগারোটার সময় রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা পুতিনের৷

এরপর দিল্লিতে হায়দরাবাদ হাউজে ২৩তম ভারত-রাশিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে৷ দুপুর ২টো নাগাদ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে সাংবাদিক বৈঠক করবেন৷ বিকেল ৩টে ৪০ মিনিটে একটি বাণিজ্য অনুষ্ঠানে যোগ দেবেন পুতিন ৷ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ রাত ৯টা নাগাদ ফের রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি৷

Advertisement