• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে বেশকিছু পরিবর্তন হতে পারে

যদি ব্যাটিং পিচ হয়, সেক্ষেত্রে বিরাট কোহলি যেভাবে ঝোড়ো ইনিংস খেললেন, সেটা তো ভাবাই যায় না। ১২০ বলে তিনি ১৩৫ রান উপহার দিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দ্বিতীয় একদিনের ম্যাচ বুধবার রায়পুরের মাঠে হতে চলেছে। প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে ভারতীয় দল জয় পেলেও, বলতে দ্বিধা নেই প্রতিপক্ষ দল একটা সময় ভাবিয়ে তুলেছিল বড় অঙ্কের রানকে ধাওয়া করে হয়তো কোনও অঘটন ঘটিয়ে ফেলবে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের বোলার কুলদীপ যাদবের আক্রমণাত্মক ভূমিকায় লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা থমকে যান। যার ফলে লড়াইটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যা নিয়ে সমালোচনা উঠতেই পারে। তাহলে কি ভারতের বোলাররা সেইভাবে নিজেদের প্রকাশ করতে পারছেন না?

যদি ব্যাটিং পিচ হয়, সেক্ষেত্রে বিরাট কোহলি যেভাবে ঝোড়ো ইনিংস খেললেন, সেটা তো ভাবাই যায় না। ১২০ বলে তিনি ১৩৫ রান উপহার দিলেন। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন, সেই বিরাট কোহলি মাঠে নেমে বুঝিয়ে দিলেন তিনি দলের জন্য কত অপরিহার্য। সেই অর্থে রোহিত শর্মা কামব্যাক করে অর্ধ শতরান উপহার দিয়েছেন দলকে। ভালো খেললেন রবীন্দ্র জাদেজা ও অধিনায়ক লোকেশ রাহুল। তাঁরা যদি বিপক্ষ দলের বোলারদের বিরুদ্ধে লড়াইয়ে থাকতে পারেন, তাহলে কেন তরুণ ক্রিকেটাররা আতঙ্কে ভুগছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখলেই। তাই মনে করা হচ্ছে, দ্বিতীয় একদিনের ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড় বাদের তালিকায় চলে যেতে পারেন।

Advertisement

সেই বাদের তালিকায় প্রথম নামটি এসে যাবে ঋতুরাজ গায়কোয়াড়ের। ঋতুরাজ ২৪ বল খেলে মাত্র ৮ রান করেছেন। তাঁর ব্যাট থেকে যা আশা করা গিয়েছিল, তাতে তিনি পুরোপুরি ব্যর্থ। ঋতুরাজের জায়গায় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। তবে এখনই অধিনায়ক রাহুল চাইছেন না উইনিং টিমে কোনও পরিবর্তন আনতে। আবার বোলার হর্ষিত রানা ও আর্শদীপ সিং সেইভাবে নজর কাড়তে পারেননি। তাঁদের নিয়েও ভাবনা রয়েছে। আবার রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ে সফল হলেও, বোলার হিসেবে দাগ কাটতে পারেননি। আর কতদিন নীতীশ রেড্ডিকে পরীক্ষা করা হবে? অবশ্য কোচ এ ব্যাপারে নীরব। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যে আশা করা গিয়েছিল, সেখানেও হতাশার ছবি। মনে করা হচ্ছে, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডির মধ্যে যে কোনও একজনকে বাদের তালিকায় চলে যেতে হবে।

Advertisement

Advertisement