হংকংয়ের তাই পো এলাকার উঁচু বহুতলে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা ধাপে ধাপে বেড়ে দাঁড়াল ১৪৬। গত কয়েক দশকে শহরের আবাসিক এলাকায় এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড আর দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল দপ্তর। বুধবার বিকেলেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ওয়াং ফুক কোর্ট আবাসন-কমপ্লেক্স জুড়ে। দু’দিন ধরে চলা উদ্ধারকাজ শেষে শনিবার রাতে শেষ দফা গণনায় উঠে এসেছে এই ভয়াবহ মৃত্যুর হিসেব।
দমকল সূত্রে জানা গিয়েছে, বহুতলের বাইরের নেটিং ও বাঁশের মাচায় আগুন লেগেই এই বিপর্যয়ের সূত্রপাত। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন ভেতরে ঢুকে পড়ে ঘর থেকে ঘরে ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে বদ্ধ ধোঁয়া, অন্ধকার আর প্রচণ্ড তাপমাত্রার জেরে অধিকাংশ বাসিন্দাই বেরোতে পারেননি। অন্তত ৭০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বহু জনের অবস্থা সঙ্কটজনক।
Advertisement
শহরের প্রশাসন জানিয়েছে, আবাসনের পুরনো বৈদ্যুতিক লাইন, দীর্ঘদিনের সংস্কার-জট এবং জরুরি নির্গমন পথের ঘাটতি মিলিয়েই ভয়াবহতা বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘বার বার লিখিত অভিযোগ জানিয়েও কোনও মেরামতি হয়নি।’ তদন্তে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিল্ডিং সেফটি দপ্তর।
Advertisement
চিফ এক্সিকিউটিভ জন লি জানিয়েছেন, ‘এটি আমাদের শহরের জন্য গভীর বেদনার দিন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছে প্রশাসন।
Advertisement



