• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুলিশকর্মীদের উপর পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা, পাঞ্জাবের সাঙ্গরুরের ঘটনা

১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চুক্তিভিত্তিক সড়ক পরিবহণ কর্মচারীদের বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ। সেই সংঘর্ষের জেরে পুলিশকর্মীদের উপর পেট্রল ছড়িয়ে, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাঞ্জাবের সাঙ্গরুরে। এই পরিস্থিতিতে এসএইচও ইন্সপেক্টর জসবীর সিং বিক্ষোভকারীদের মাঝখানে আটকে পড়েন।

তিনি অভিযোগ করেন, পেট্রল ছড়িয়ে দেওয়ার পর তাঁর পোশাকে আগুন ধরে যায়।  জসবীর সিং-এর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীরা আগুন নিভিয়ে দেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সাঙ্গরুর থানার পুলিশ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯-এর(হত্যার চেষ্টা) অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

 
জানা গিয়েছে, চুক্তিভিত্তিক সড়ক পরিবহণ কর্মীদের বিক্ষোভ মিছিল চলছিল পাঞ্জাবের সাঙ্গরুরে। তাঁরা তাঁদের চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি, পরিবহণ ব্যবস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেইসময় বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ সেই সময় পুলিশ কর্মীদের উপর পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Advertisement

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখছেন। সংঘর্ষের সময় উপস্থিত অন্যান্য কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ‘তদন্ত চলছে। কীভাবে দাহ্য পদার্থ বিক্ষোভ মিছিলে এল, আক্রমণ পরিকল্পিত ছিল কিনা , নাকি হঠাৎ উস্কানির মাধ্যমে ঘটেছিল, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’ এই হামলার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশেপাশের এলাকাতেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
   

Advertisement