• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্রাহ্মণ মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য, আইএএস সন্তোষ বর্মাকে শো-কজ মধ্যপ্রদেশ সরকারের

ব্রাহ্মণ মেয়েদের সম্পর্কে এইধরণের মন্তব্যের জন্য মধ্যপ্রদেশ সরকার সন্তোষ বর্মাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

মধ্যপ্রদেশের ভোপালে এক সভায় বিতর্কিত মন্তব্য করার জেরে শো- কজ নোটিস দেওয়া হল আইএএস অফিসার সন্তোষ বর্মাকে। ওই সভায় তাঁর বক্তৃতার একটি অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ, বক্তৃতার সময়ে সন্তোষ বর্মা বলেন, ‘যতক্ষণ না কোনও ব্রাহ্মণ তাঁর মেয়েকে আমার ছেলের হাতে দান করছে বা তার সঙ্গে কোনও সম্পর্ক তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত আমার পরিবারের শুধুমাত্র একজনকেই সংরক্ষণ দেওয়া উচিত।’

ব্রাহ্মণ মেয়েদের সম্পর্কে এইধরণের মন্তব্যের জন্য মধ্যপ্রদেশ সরকার সন্তোষ বর্মাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। বুধবার সন্ধ্যায় তাঁকে এর কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। উল্লেখ করা হয়েছে যে, তাঁর মন্তব্য প্রাথমিকভাবে সর্বভারতীয় পরিষেবা (আচরণ)বিধি লঙ্ঘনের সামিল এবং সর্বভারতীয় পরিষেবা (শৃঙ্খলা ও আপিল) বিধির নিয়ম অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

রাজ্য সরকারের তরফে জারি করা নোটিসে আরও উল্লেখ করা হয়েছে যে, ২৩ নভেম্বর বর্মার করা মন্তব্য ‘ভারতীয় প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছ থেকে প্রত্যাশিত নয়। তাঁদের পদমর্যাদা এবং আচরণের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।’ সরকারের নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, বর্মার আপত্তিকর মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির প্রচেষ্টা বলে মনে হচ্ছে।

Advertisement

আইএএস আধিকারিকের ওই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এক কর্মী সংগঠন ‘মন্ত্রালয় অফিসার্‌স এমপ্লয়িজ় ইউনিয়ন’-এর তরফে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানায় ওই সংগঠন।

অন্যদিকে বর্মার দাবি, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ২৭ মিনিটের বক্তৃতার মধ্যে মাত্র ২ সেকেন্ডের একটি ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়েছে।’

শো-কজ নোটিসের জবাব ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

Advertisement