• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডি দপ্তরে হাজিরা এড়ালেন মন্ত্রী–পুত্র, অন্য দিন চাইলেন সময়

পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুকে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয়েছিল

পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুকে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয়েছিল। তবে এদিন তিনি হাজিরা দেননি। তিনি অনুরোধ জানিয়েছে, অন্য কোনও দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হোক। বুধবার সুজিতের স্ত্রীকে তলব করেছিল ইডি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও হাজিরা দেননি।
ইডি সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজ রয়েছে বলে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেননি সুজিতের ছেলে সমুদ্র। বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সুজিতের স্ত্রীও হাজিরা এড়িয়েছেন। তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন মন্ত্রীর কন্যা মোহিনী বসু। হাজিরার সময় তাঁর হাতে একাধিক নথিপত্র ছিল। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মোহিনীর স্বামীও।
জানা গিয়েছে, কয়েক মাস আগে মোহিনীর সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। সুজিতের জামাইও ব্যবসার সঙ্গে জড়িত। সেই ব্যবসায় পুর নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় লেকটাউনে সুজিতের দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথি সহ মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। সম্প্রতি ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বেশ কিছু জায়গায় হানা দেয় ইডি। সল্টলেকের সেক্টর ওয়ানে সুজিতের দপ্তর সহ গোলাহাটায় সুজিতের ছেলের ধাবাতে তল্লাশি চালানো হয়। এর কিছুদিন পরেই মন্ত্রীর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করে ইডি।

Advertisement

Advertisement