• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হারের দায় এড়াতে পারেন না কোচ গম্ভীর

সিএবি-র প্রেসিডেন্ট বক্সে বসে ভারতের হার দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই ধরনের উইকেট আমি কিছুতেই মেনে নিতে পারবো না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইডেন উদ্যানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট লড়াইয়ে জঘন্যভাবে হার স্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। এই হার নিয়ে চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। তারপরে আড়াই দিনে প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়াতে পিচ নিয়ে নানারকম কথা উঠতে শুরু করেছে। আর এই ধরনের পিচ তৈরি করার জন্যে দরবার করেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ম্যাচের আগে টানা চারদিন পিচে জল দেওয়া হয়নি যাতে এই পিচে বল করলেই ঘুরবে এবং প্রতিপক্ষ দল বেকায়দায় পড়বে। সেই স্পিন কৌশলে ধরাশায়ী হয়ে যায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল উইকেটে সময় কাটিয়ে যায়। এবং মাত্র ৯৩ রান সংগ্রহ করে। দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমার আটটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন।

তবে ইডেনের পিচে নিয়ে রিপোর্ট জমা পড়েছে আইসিসি দফতরে। আইসিসি-র ম্যাচ রেফারির রিচি রিচার্ডসন এখনও সেইভাবে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তিনি বলেছেন, উইকেটটা শুকনো ছিল। তবে এই পিচ নিয়ে সিএবি-কোনওরকম দায় নিতে নারাজ। এমনকী কিউরেটর সুজন মুখার্জিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। বোর্ডের দুই কিউরেটর আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায় তত্ত্বাবধানে এই পিচ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সিএবি-র প্রেসিডেন্ট বক্সে বসে ভারতের হার দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই ধরনের উইকেট আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ইচ্ছামতন তৈরি হয়েছে এই উইকেট। তবে কোচ গৌতম গম্ভীর এই পিচ নিয়ে কোনও অভিযোগ করেননি। হারের জন্যে নিজেদের ব্যর্থতাকে দায়ী করেন কোচ। কোনওভাবে মেনে নিতে চাননি ইডেনের উইকেট স্পিনারদের সহায়ক ছিল। ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। ক্রিকেটারদের সহজভাবে খেলবার উপযোগী ছিল। এমন পিচ চেয়েছিলাম যা টস গুরুত্বপূর্ণ না হয়। যে কোনও পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হয়। হারের জন্যে কোনওভাবেই পিচকে হাতিয়ার করা ঠিক হবে না।

Advertisement

ভারতের স্পিনারদের ভূমিকা সম্পর্কে সারাবিশ্ব জানে। সেই ভাবনা এখন ভাঙতে চলেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে কোচ গম্ভীর পরীক্ষা ও নিরীক্ষা করতে গিয়ে খেলার ফলাফলে অন্য চেহারা নিচ্ছে। এটা কোচকে ভাবতে হবে। এখন প্রশ্ন কোচ গম্ভীর ইডেনে কি শুধু ভারতকে হারালেন? অবশ্যই ভারতের এই লজ্জার হার এড়াতে পারেন না কোচ গৌতম গম্ভীর।

Advertisement