দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের সাহসী ব্যাটসম্যান বিরাট কোহলির শতরান দেখে সমর্থকরা শুধু মুগ্ধ হয়েছেন তাই নয়, নির্বাচকদের বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও অপরিহার্য ক্রিকেটার। সত্যিই তাই। বিরাট কোহলি ও রোহিত শর্মা যে দুরন্ত ব্যাট করলেন, তাতে বোঝা গেল, ভারতের তরুণ ব্রিগেড এই দুই ক্রিকেটারের কাছে পৌঁছতে পারছেন না। স্বাভাবিকভাবেই রোহিত শর্মার অর্ধ শতরান ও বিরাট কোহলির অসাধারণ ঝোড়ো ব্যাটিংয়ে শতরানকে সবাই মনে রাখবে। ভারতীয় দলে আবার আস্থা ফিরে এসেছে, তা বলাই বাহুল্য। পরপর দুটো টেস্টে হেরে যাওয়ার পরে ভারতীয় দল সেই অর্থে অনেকটাই মানসিক দিক দিয়ে পিছিয়ে পড়েছিল। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে একদিনের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ ছিল ভারতীয় দলের কাছে। সেই চ্যালেঞ্জে ভারতীয় দল বাজিমাত করেছে বিরাট কোহলির অনবদ্য খেলার মধ্য দিয়ে।
কিছুদিন আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ফরম্যাটে খেলবেন না, তা জানিয়ে দিয়েছিলেন। সেই অবসরের কথা শোনার পরে শুধু ক্রিকেটপ্রেমীরা নন, অনেকেই হতাশ হয়ে গিয়েছিলেন। তাঁরা বলছেন, যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় টেস্ট দলে থাকতেন, তাহলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ে কোনও ভাবেই পিছিয়ে পড়ত না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়া অবশ্যই ভারতের লজ্জার। তবে একদিনের ক্রিকেটে বিরাট কোহলির দাপট দেখতে পাওয়ার পরে অনেকেই সোচ্চার হয়েছেন তাঁকে টেস্ট দলে ফিরিয়ে আনা হোক। কোহলির হয়ে ভারতের অনেক ক্রিকেটার মুখ খুলতে শুরু করেছেন। বিশেষ করে বর্তমান অধিনায়ক কে এল রাহুল সোচ্চার হয়েছেন কোহলিকে ফিরিয়ে আনার জন্য। মুখ খুলেছেন কুলদীপ যাদব ও তিলক ভার্মারাও। তাঁদের অভিমত, বিরাট ও রোহিতের আত্মবিশ্বাসী ব্যাটিং ভারতকে সাহস জোগাবে। কুলদীপ বলেন, ভারতীয় দলে যদি কোহলি আমাদের পাশে থাকেন, তাহলে আত্মনির্ভরতা আমাদের অনেকটাই এগিয়ে রাখবে। মনে পড়ছে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে কোহলির অসাধারণ শট যেমন সবাইকে অবাক করে দিয়েছিল, ঠিক সেই স্মৃতিকে ফিরিয়ে আনলেন প্রথম একদিনের ম্যাচে কোহলি।
Advertisement
ক্রিকেটার তিলক ভার্মা অবাক হয়ে গিয়েছেন রাঁচির মাঠে যেভাবে কোহলি খেললেন, তা ভাবা যায় না। দু-চোখ ভরে তাঁর খেলা দেখেছি। তাঁর দুর্দান্ত ব্যাটিং সতীর্থ খেলোয়াড়দের সাহস জোগাবে। তাই যখনই বিরাটের খেলা দেখি, তখনই তাঁর থেকে কিছু শেখার জন্য উন্মুখ হয়ে থাকি। সামনে থেকে খেলা দেখা আলাদা একটা অনুভূতি তৈরি হয়। কোনও কোনও সময় মনে হয়, কোহলির সঙ্গে কথা বলে নিজেকে আরও পরিণত করা।
অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, রোহিত ও কোহলি দলে থাকার অর্থই গুরুত্বটা অনেক বেড়ে যায় প্রতিপক্ষ দলের কাছে। ড্রেসিং রুমে সিনিয়র খেলোয়াড়রা থাকলে তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। তাঁদের অভিজ্ঞতা সকলকে ভালো খেলার প্রেরণা দেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, বিরাট কোহলি ও রোহিত শর্মা দলের সম্পদ। তা নতুন করে বলার প্রয়োজন হয় না।
Advertisement
Advertisement



