বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। সংক্ষিপ্ত সময় হাসপাতালে থাকার পর শনিবার বাড়ি ফিরেছেন তিনি। ৯২ বছরের এই অভিনেতাকে গত সপ্তাহে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভাইরাল সংক্রমণ ও বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের অনুমতিতেই তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং বিশ্রামে রয়েছেন।
হাসপাতালে থাকাকালীন প্রেম চোপড়ার চিকিৎসার দায়িত্বে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নীতিন গোকলে। পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যার দেখভাল করেন শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ ডাঃ জলিল পারকর। ডাঃ পারকর জানিয়েছেন, ‘প্রেম চোপড়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার উপর ভাইরাল সংক্রমণ এবং বার্ধক্যজনিত দুর্বলতা মিলেই সুস্থ হতে সময় একটু বেশি লেগেছে। তবে তিনি সম্পূর্ণ স্থিতিশীল। আইসিইউ-তে রাখা হয়নি, ওয়ার্ডেই চিকিৎসা হয়েছে তাঁর। বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি আরও সুস্থ হয়ে উঠবেন।’
Advertisement
প্রসঙ্গত, হিন্দি চলচ্চিত্র জগতের খলনায়ক চরিত্র বলতে প্রেম চোপড়ার নাম প্রথম সারিতেই উঠে আসে। ষাট ও সত্তরের দশকে খলনায়ক চরিত্রের অভিনয়ে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। ছয় দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি ৩৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘ওহ কৌন থি?’, ‘উপকার’, ‘দো রাস্তে’, ‘কাটি পতঙ্গ’, ‘ববি’-র মতো একাধিক কালজয়ী সিনেমা। পরবর্তী বছরগুলিতেও ‘দো অঞ্জানে’, ‘ত্রিশূল’, ‘দোস্তানা’, ‘ক্রান্তি’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি।
Advertisement
বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন প্রেম চোপড়া। পরিবার জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কয়েকদিনের মধ্যেই আরও সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদী।
Advertisement



