বিহারে সরকার গড়ার ফর্মুলা চূড়ান্ত করে ফেলল এনডিএ শিবির। সূত্রের খবর, এবারও বিহারের মুখ্যন্ত্রীর মসনদে বসছেন নীতীশ কুমার। তবে আগের বারের মতো বেশি সংখ্যক মন্ত্রক যাচ্ছে পদ্ম চিহ্নের দখলে। সবদিক বিবেচনা করেই নীতীশকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে এনডিএ।
জানা গিয়েছে, শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ শীর্ষ নেতৃত্ব গোপন বৈঠক করেছেন। বৈঠকে ঠিক হয়েছে ফের নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে। নির্বাচনের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন, নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট। কিন্তু ভোটের পর তাঁকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা, সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি। গেরুয়া শিবিরের কিছু নেতা চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসাবে মসনদ তাঁদের দখলে যাক। কিন্তু ভোটের ফল অনুযায়ী নীতীশকে উপেক্ষা করা কোনও মতেই সম্ভব নয় গেরুয়া শিবিরের। তাই তাঁকেই মুখ্যমন্ত্রী করা হচ্ছে বলে খবর। তবে উপমুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও ঠিক হয়নি।
Advertisement
অভিজ্ঞ মহলের অনুমান, ১৩-১৪টি মন্ত্রক পেতে পারে নীতীশের দল জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি (আর) থেকে ৩ জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। সব অঙ্ক ঠিক থাকলে আগামী ১৯-২০ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন নীতীশ কুমার। তার আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ করে বিধানসভা ভেঙে দেওয়া হবে। পাশাপাশি ইস্তফা দেবেন জেডিইউ সুপ্রিমো। তারপর ফের নীতীশের শপথ গ্রহণ পাটনার গান্ধী ময়দানে।
Advertisement
Advertisement



