• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রোনাল্ডোহীন আল নাসেরের কাছে বড় ব্যবধানে হেরে গেল এফসি গোয়া

৬৫ মিনিটে আল নাসেরের হয়ে তৃতীয় গোল করেন মারান। শেষ দিকে পরিবর্ত হিসাবে নেমেও গোলের খাতায় নাম লেখানে ফেলিক্স।

আবার হার এফসি গোয়া দলের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর ম্যাচে এফসি গোয়া ০-৪ গোলে হার স্বীকার করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের দলের কাছে। অবশ্য বৃহস্পতিবার এই খেলায় রোনাল্ডো খেলেননি। তিনি না খেললেও গোয়ার দলটি কোনও ভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আল নাসের দলের বিপক্ষে। বরঞ্চ ঘরের মাঠে গোয়া যে লড়াইয়া দেখিয়েছিল আল নাসেরের বিরুদ্ধে, তা ছিঁটেফোটাও এদিন দেখতে পাওয়া যায়নি। এই খেলার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে, দুই দলের তফাতটা কোথায়? প্রথম পর্বে কিছুটা সময় লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত এফসি গোয়ার ফুটবলাররা সরে দাঁড়ান।

এককথায় বলা যায়, দ্বিতীয় সারির দল নামিয়েও আল নাসের দল হাসতে হাসতে গোয়াকে পরাস্ত করল। এখানে উল্লেখ করা যেতে পারে, পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম ১৮ জনের মধ্যেও ছিল না। এমনকি তিনি খেলা দেখতেও আসেননি। সাদিও মানে, জোয়াও ফেলিক্সরা ছিলেন বেঞ্চে। তার পরেও জিততে সমস্যা হয়নি আল নাসেরের।

Advertisement

প্রথম পর্বে ২০ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত রোনাল্ডোদের দল। কিন্তু ওয়েসলির শট অল্পের জন্য বাইরে যায়। ৩৫ মিনিট পর্যন্ত আল নাসের দলের ফুটবলাররা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বুঝে নিতে চেষ্টা করেন। তারপরেই আক্রমণে ঝড় তুলে গোয়া দলের রক্ষণভাগকে ভেঙেচুড়ে দেয় আল নাসের দল। ফ্রিকিক থেকে প্রথম গোলটি আসে আল নাসের দলের। গোলটি করেন আবদুল রহমান ঘরিব। গোয়ার গোলরক্ষক ঋত্বিক তিওয়াড়ি যদি সতর্ক না থাকতেন, তাহলে গোলের সংখ্যা প্রথমার্ধে আরও বেড়ে যেত।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়াতে মরিয়া ছিল আল নাসের। ৫৩ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটিও করেন আব্দুল রহমান। আলহাসানের পাস ধরে গোল করেন তিনি। ৬৩ মিনিটে সমতা ফেরাতে পারত গোয়া। অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছিলেন ডেজান দ্রাজিচ। কিন্তু গোল করতে পারেননি তিনি।

৬৫ মিনিটে আল নাসেরের হয়ে তৃতীয় গোল করেন মারান। শেষ দিকে পরিবর্ত হিসাবে নেমেও গোলের খাতায় নাম লেখানে ফেলিক্স। ৮৪ মিনিটে মানের ক্রস থেকে দুর্দান্ত সাইডভলিতে গোল করেন তিনি। ০-৪ গোলে হেরে মাঠ ছাড়ে গোয়া। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ডি-তে চারটি ম্যাচই হেরেছে গোয়া। পয়েন্ট তালিকায় সকলের নীচে তারা।

Advertisement