• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার পরিকল্পনা লস্কর ও জইশ-এর

গত অক্টোবরে পাক অধিকৃত কাশ্মীরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন আইএসআই-এর শীর্ষ আধিকারিকরা।

প্রতীকী চিত্র

অপারেশন সিঁদুরের পর ৬ মাস অতিবাহিত না হতেই ফের হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী, বিশেষ করে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের তরফে এই ছক কষা হচ্ছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর মিলেছে। আধিকারিকদের অনুমান, আগামী সপ্তাহেই হামলা চালাতে পারে জঙ্গিরা। 

গোয়েন্দা সূত্রে খবর, গত সেপ্টেম্বর থেকেই সীমান্তবর্তী এলাকায় জঙ্গিগোষ্ঠীর ততপরতা লক্ষ্য করা গিয়েছে। ঘটছে অনুপ্রবেশের ঘটনাও। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ তথা এসএসজি এবং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক লস্কর ও জইশ জঙ্গি কাশ্মীরে প্রবেশ করেছে। 
 
জানা গিয়েছে, গত অক্টোবরে পাক অধিকৃত কাশ্মীরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন আইএসআই-এর শীর্ষ আধিকারিকরা। এছাড়াও নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনের সাহায্যে নজরদারি চালিয়ে দুর্বল এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা সূত্রে এসব তথ্য মেলার পর সতর্ক হয়েছে দিল্লি। নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত-পাক সীমান্তবর্তী এলাকায়।     

Advertisement

Advertisement