• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রচুর টাকার মালিক হচ্ছেন হরমনপ্রীত, রিচারা

চ্যাম্পিয়ন দলকে ২৩৯% বেশি টাকা দেওয়া হয়েছে। ‘সমস্ত প্রশংসা ওদের প্রাপ্য’ কোচ অমল মজুমদারের হাত ধরেই ইতিহাস লিখলেন ভারতের মেয়েরা

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন হরমনপ্রীত কৌররা। জানা যাচ্ছে, সেই টাকার অঙ্ক ভারতের পুরুষ দলের থেকেও অনেক বেশি। বিশ্বকাপ জয়ের সুবাদে, মোট ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

সেই পুরো টাকা দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফেদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। হিসেব বলছে, চ্যাম্পিয়ন হয়ে হরমনপ্রীতরা আরও ৪ কোটি টাকা বেশি পেয়েছেন। এই বছর, চ্যাম্পিয়ন দলকে ২৩৯% বেশি টাকা দেওয়া হয়েছে। ‘সমস্ত প্রশংসা ওদের প্রাপ্য’ কোচ অমল মজুমদারের হাত ধরেই ইতিহাস লিখলেন ভারতের মেয়েরা

Advertisement

মহিলা ক্রিকেটারদের এবার বেশি অর্থ দেওয়া হচ্ছে। ২০২৫ সালে, ক্রিকেট বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ধার্য করা হয় ১২৩ কোটি টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবারই আইসিসি প্রথম পুরুষ এবং মহিলাদের জন্য সমান পুরস্কারমূল্য দেওয়ার নিয়ম চালু করেছে।

Advertisement

এতদিন ধরে মেয়েদের ক্রিকেটের প্রতি সেইভাবে নজর দেওয়া হত না। এমনকি, ছেলেদের ক্রিকেটকে যেভাবে মর্যাদার আসনে বসানো হত, সেই ভাবনায় মেয়েরা ব্রাত ছিলেন। যার ফলে ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ কমে গিয়েছিল। কিন্তু বিশেষ পদক্ষেপ নিয়ে ক্রিকেটের উন্নয়নে মেয়েদের ভূমিকার কথা মনে করে আর্থিক পুরস্কারের অঙ্ক বাড়ায় বিসিসিআই।

Advertisement