• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হোবার্টে রুদ্ধশ্বাস লড়াই, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

অক্ষর পটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা— সবার মিলিত প্রচেষ্টায় ভারত বোলিং ও ফিল্ডিং দু’দিকেই দৃঢ় ছিল। 

টানটান উত্তেজনার লড়াই। শক্তিশালী লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত দাপট দেখাল ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তুলেছিল ১৮৬ রান। জবাবে ভারত ৫ উইকেটে ম্যাচ জিতে নিল, আর এর সঙ্গে তিন ম্যাচের সিরিজে ফিরল ১–১ সমতা। শেষ ম্যাচে এখন রুদ্ধশ্বাস লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছে।

অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক শুরু
টস জিতে ব্যাট করতে নেমে মারকাস স্টয়নিস ও টিম ডেভিডের ঝোড়ো অর্ধশতরানে ভর করে শক্তপোক্ত রান তোলে অস্ট্রেলিয়া। দু’জনের আক্রমণে ভারতীয় বোলাররা মাঝেমধ্যে চাপে পড়ে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৮৬–এ।

Advertisement

ভারতের জবাব— নিয়মিত রান, কোনও আতঙ্ক নয়
শুরু থেকেই ভারত রানরেটের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা— সবাই দায়িত্বশীল ইনিংস খেলেছেন। যদিও দু’একটি উইকেট দ্রুত পড়েছিল, কিন্তু চাপ কখনওই মাথায় চেপে বসতে দেননি ভারতীয় ব্যাটাররা।

Advertisement

ম্যাচ ঘুরিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দর
মাঝের ওভারে এসে ম্যাচের চেহারাই পাল্টে দেন ওয়াশিংটন সুন্দর। মাত্র ২৩ বলে তাঁর ৪৯ রানের বিস্ফোরণ ম্যাচকে ভারতের দিকে এগিয়ে দেয়। চারটি দাপুটে ছয়— যেন অস্ট্রেলিয়ার বোলিংকে তছনছ করে দিলেন তিনি।

শেষ দিকে জিতেশ শর্মার শান্ত ২২ রানের ইনিংস ভারতকে অনায়াসে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। তিনি অপরাজিত থেকে দলকে লক্ষ্যভেদ করান।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে দুর্বলতা
জোশ হ্যাজলউডের না থাকা অস্ট্রেলিয়ার বোলিংকে স্পষ্টভাবে দুর্বল করেছে। শান এবট তেমন ছন্দে ছিলেন না। তবে নাথান এলিস ভালোই বোলিং করেছেন— ৩৬ রানে ৩ উইকেট। জেভিয়ার বার্টলেটও নিয়েছেন ১ উইকেট।

অক্ষর পটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা— সবার মিলিত প্রচেষ্টায় ভারত বোলিং ও ফিল্ডিং দু’দিকেই দৃঢ় ছিল। অধিনায়ক মিচেল মার্শের দল শেষ পর্যন্ত লড়াই করলেও ভারতের আগ্রাসী তবু হিসেবি কৌশলের সামনে শেষ রক্ষা হল না।

Advertisement