• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শার্টে সাঁটানো কিউআর কোড, মেয়ের বিয়েতে উপহার গ্রহণে অভিনব পন্থা

অতিথিদের কেউ যদি ডিজিটাল মাধ্যমে উপহার পাঠাতে চান তার জন্যই এই অভিনব ব্যবস্থা

মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের সময় কিউআর কোড সাঁটানো শার্ট পরে বাবা। অতিথিদের কেউ যদি ডিজিটাল মাধ্যমে উপহার পাঠাতে চান তার জন্যই এই অভিনব ব্যবস্থা। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। 

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, দিন কয়েক আগে কেরলের ওই প্রবীণের মেয়ের বিয়ে ছিল। সেখানেই তাঁকে এই অভিনব বেশে দেখা যায়। অতিথিদের আমন্ত্রণ জানাতে প্যান্ডেলের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। পকেটের উপর সাঁটানো কিউআর কোড, একটি পেন এবং মোবাইল।
হাত জোড় করে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছিলেন। এর মধ্যেই দেখা যায়, তাঁর পরনের শার্টের পকেটে সাঁটানো কিউআর কোড স্ক্যান করছেন অনেক অতিথিই। উপহার হিসেবে যে যার সাধ্যমতো টাকা পাঠিয়ে দিচ্ছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 
 
এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে জোর চর্চা। এভাবে নিজের মেয়ের বিয়েতে অতিথিদের কাছ থেকে উপহার নেওয়ার পন্থা সম্মানজনক নয় বলে মন্তব্য করেছেন অনেকেই। আবার অনেকের দাবি, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাই ট্রেন্ড হয়ে উঠতে পারে। কারণ তাতে এই ব্যস্ত জীবনে বহু ঝামেলা এড়ানো সম্ভব হবে।

Advertisement

Advertisement