• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিশুদের পণবন্দি করা রোহিত আর্যকে মৃত অবস্থায় আনা হল মুম্বইয়ের হাসপাতালে

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রোহিত আর্য মুম্বইয়ের পওয়াই এলাকায় একটি ভবনের মধ্যে বেশ কয়েকজন শিশুকে জিম্মি করে রেখেছিল।

ছবি: এএনআই

শিশুদের পণবন্দি করে রাখার ঘটনায় মৃত রোহিত আর্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক হাসপাতালে আনা হয়। সূত্রের খবর, তাঁকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে শহর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রোহিত আর্য মুম্বইয়ের পওয়াই এলাকায় একটি ভবনের মধ্যে বেশ কয়েকজন শিশুকে জিম্মি করে রেখেছিল। তাঁর দাবি ছিল, কিছু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁকে কথা বলতে দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘণ্টাখানেক ধরে টানটান উত্তেজনার পর অভিযানে নামে বিশেষ বাহিনী। শেষ পর্যন্ত সমস্ত শিশুদের নিরাপদে উদ্ধার করে পুলিশ এবং তাঁদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, রোহিতের মৃত্যুর কারণ জানতে হাসপাতালের মেডিকেল টিম ময়নাতদন্ত শুরু করেছে। পাশাপাশি, তাঁর এই পদক্ষেপের পেছনে মানসিক অবস্থা বা অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্তা বলেন, ‘এই ঘটনার প্রতিটি দিক আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।’

Advertisement

Advertisement