বিএসএফ সূত্রে খবর, সোমবার রাতে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রাপোল একটি খালি ট্রাক ঢোকে। এরপর ওই খালি ট্রাক দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। ট্রাকটি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে একটি সবুজ প্লাস্টিকে আটকানো ৬টি সোনার বার ও ২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। মোট সোনার ওজন প্রায় ১৯৭৪.৫৪০ গ্রাম|
|
|
Advertisement
Advertisement



