• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেঙ্গালুরুতে ব্রাজিলের মডেলকে বাড়িতে ঢুকে যৌন হেনস্থা

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বাড়িতে ঢুকে ব্রাজিলের মডেলকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর আরটি নগর এলাকার ঘটনা। এক ডেলিভারি কর্মী খাবার পৌঁছে দিতে ওই মহিলার বাড়িতে ঢোকেন। অভিযোগ, তিনিই ওই মহিলাকে যৌন হেনস্থা করেছেন। ইতিমধ্যেই ওই ডেলিভারি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গালুরু (উত্তর) পুলিশের ডেপুটি কমিশনার বাবাসাব নেমাগৌড় জানিয়েছেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটি নগরের আবাসনে দুই মহিলার সঙ্গে থাকেন অভিযোগকারী তরুণী। পেশায় তিনি মডেল। ১৭ অক্টোবর বিকেলে ওই ব্রাজিলিয়ান তরুণী অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। অভিযোগ, ডেলিভারি কর্মী খাবার দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে তরুণীকে যৌন হেনস্থা করেন। এই ঘটনার পর তরুণী মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। কয়েকদিন পর নিজের রুমমেটদের গোটা ঘটনার কথা জানান তিনি। তাঁরাই তরুণীকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

Advertisement

এরপর তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যুবক বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজ থেকে ডিপ্লোমা করছেন। পড়াশোনার পাশাপাশি একটি অনলাইন খাবার ডেলিভারি সংস্থায় কাজও করতেন তিনি।

Advertisement

Advertisement