বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৬ ও ১১ নভেম্বর দু’দফায় বিধানসভা ভোট হবে বিহারে! কমিশন জানিয়েছে ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। ভোটের দামামা বেজে উঠতেই নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলি। বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তাঁর জেডিইউ দল থেকে ১১ জন নেতাকে বহিষ্কার করেছেন। এদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নীতীশের আদর্শকে অমান্য করেছেন ওই ১১ জন
জেডিইউ-এর পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই নেতারা দল বিরোধী কাজে যুক্ত থাকায় দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যে ১১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার, প্রাক্তন বিধায়ক শ্যাম বাহাদুর সিং ও সুদর্শন কুমার এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সঞ্জয় প্রসাদ এবং রণবিজয় সিং। জেডিইউ সূত্রে খবর, বহিষ্কৃত নেতারা দলের ঘোষিত প্রার্থী এবং এনডিএ জোটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কাজ করছিলেন।
Advertisement
Advertisement
Advertisement



