• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

ছটপুজোয় অন্ডালে মাছ-মাংসের দোকান বন্ধের নিদান বিজেপির, বিতর্ক

ছট উৎসবের সময় মাছ, মাংস সহ আমিষ খাবারের দোকান বন্ধ রাখার নিদান দিয়ে বিতর্কে জড়াল বিজেপি। পশ্চিম বর্ধমানের অন্ডালে ঘটনাটি ঘটেছে।

 ছট উৎসবের সময় মাছ, মাংস সহ আমিষ খাবারের দোকান বন্ধ রাখার নিদান দিয়ে বিতর্কে জড়াল বিজেপি। পশ্চিম বর্ধমানের অন্ডালে ঘটনাটি ঘটেছে। জেলা বিজেপির প্যাডে লেখা এইরকমই একটি নির্দেশ পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমেও। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
অভিযোগ, ছট উপলক্ষে ২৬ ও ২৭ অক্টোবর অন্ডাল সাউথ বাজারে মাংস-সহ আমিষ দোকান বন্ধ রাখার নিদান দেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় অন্ডাল সাউথ বাজারের মাংস ব্যবসায়ীরা জানান, দোকান বন্ধ রাখা সম্ভব নয়। এরপরই বিজেপি কর্মীরা হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এই বিষয় অন্ডাল থানায় মৌখিকভাবে জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, দোকান খোলা বা বন্ধ রাখা ব্যবসায়ীর উপর নির্ভর করে। কোনও উৎসব উপলক্ষে জোর করে দোকান বন্ধ রাখা যায় না। এই রকম অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
তৃণমূলের যুব জেলা সভাপতি পার্থ দেওয়াসী জানিয়েছেন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে কে কী খাবে, কে কোন পোশাক পরবে তা কেউ ঠিক করে দিতে পারে না। বিজেপি সব বিষয় নিয়ন্ত্রণ করতে চায়। পশ্চিমবঙ্গে এইসব বরদাস্ত করা হবে না। অন্যদিকে ফতোয়া জারির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রানিগঞ্জ মণ্ডল ৪-এর সভাপতি রাখালচন্দ্র ঘোষ জানিয়েছেন, দোকানদারদের আমিষ দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। কাউকে জোর করা হয়নি। ছটের সময় বাজারে ছট ব্রতীরা ফল-সহ অন্য জিনিস কিনতে আসেন। তাঁদের সমস্যার কথা মাথায় রেখে এই অনুরোধ করেছে বিজেপি।

Advertisement

Advertisement