• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কুর্নুলের বাস দুর্ঘটনায় গ্রেপ্তার চালক

কুর্নুলে বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ এবং তার জেরে সৃষ্ট অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছিল ২০ জনের। সেই ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করল পুলিশ।

কুর্নুলে বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ এবং তার জেরে সৃষ্ট অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ২০ জনের। সেই ঘটনায় এবার বাস চালককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃত বাসের চালকের নাম মিরিয়ালা লক্ষ্মাইয়া। পঞ্চম শ্রেণি অবধি পড়াশোনা করলেও দশম শ্রেণি উত্তীর্ণের ভুয়ো শংসাপত্র জোগাড় করে ড্রাইভিং লাইসেন্স করান তিনি।

গোটা বিষয়টি জানাজানি হতেই মুখ পুড়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের। পরিবহন দপ্তরের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে তদন্তে উঠে এসেছে, বাইকচালক নেশাগ্রস্ত ছিলেন। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভিসি সজ্জনর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মদ্যপ চালকরা জঙ্গি। তাঁদের কার্যকলাপ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কম কিছু নয়। কুর্নুল বাস দুর্ঘটনা ২০ জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এটা মোটেই নিছক দুর্ঘটনা ছিল না, মাতাল বাইক চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে এই ঘটনা ঘটেছে।’

Advertisement

উল্লেখ্য, শুক্রবার ভোরে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় বাইকটি। বেসরকারি বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। এভাবে কিছুটা যাওয়ার পরই বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দও শোনা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার ফলে বাতানুকূল ওই বাসে শর্ট সার্কিট হয়। তার ফলেই বাসের স্বয়ংক্রিয় দরজা খোলেনি।

Advertisement

এর ফলে বেশিরভাগ যাত্রী বেরোতে পারেননি। ফলে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক অসহায় যাত্রীর। মোট ২০ জন যাত্রী প্রাণ হারাণ দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তকারীরা জানিয়েছেন, বাইকে ধাক্কা লাগার পর বাসে আগুন লাগে, এরপর তেলের ট্যাঙ্কারটিও খুলে যায়। এরপর একের পর এক ফোনের বিস্ফোরণ শুরু হয়।

বাসের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে নিমেষে। বাসের এসিতেও বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানান, গোটা বাস কার্যত আগুনের গ্রাসে চলে যাওয়ার জেরে যারা জানলা ভাঙতে পেরেছিলেন, তাঁরা ছাড়া আর কেউ প্রাণ ফিরে পাননি।

Advertisement