• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইউক্রেনে ব্যালেস্টিক মিসাইল হামলা রাশিয়ার

শুক্রবার রাতভর ইউক্রেনের একাধিক জায়গায় ব্যালেস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া। রুশ হামলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। হামলার জেরে অন্তত ১৬ জন আহত

প্রতিনিধিত্বমূলক চিত্র

শান্তি যেন দূরতম দ্বীপ। ইউক্রেন হামালায় ইতি টানেনি রুশ বাহিনী। শুক্রবার রাতভর ইউক্রেনের একাধিক জায়গায় ব্যালেস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া। রুশ হামলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। হামলার জেরে অন্তত ১৬ জন আহত। একাধিক এলাকা ভস্মীভূত।

ইউক্রেনের এক সংবাদমাধ্যমের দাবি করেছে, শুক্রবার রাতে কিয়েভে মিসাইল ও ড্রোন হামালা চালায় রুশ বাহিনী। হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৯ জন। পাশাপাশি দানিপ্রোপেত্রভস্কতেও মিসাইল ছুঁড়েছে পুতিন বাহিনী। সেখানেও অন্তত ২ জনের মৃত্যু ও ৭ জন আহত হয়েছেন বলে খবর। দুই এলাকার একাধিক বাড়ি, দোকানে আগুন লেগে পুড়ে গিয়েছে।

Advertisement

ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইউক্রেনের সীমা লক্ষ্য করে ৯টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল পুতিনের সেনা। যার মধ্যে ৪টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন সেনা। সেই সঙ্গে রাশিয়ার দিকে থেকে ছোঁড়া ৬২টি ড্রোনের মধ্যে ৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, সম্প্রতি রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। বৃহস্পতিবার রাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনের ১২১টি ড্রোন ধ্বংস করে। এর পালটা দিতেই এই পদক্ষেপ।

Advertisement

প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগেই রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করলেও যুদ্ধ থামায়নি দুই দেশ। এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকের বসার কথা ছিল ট্রাম্পের। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, ‘আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না। নিজের সময় নষ্ট করতে চাই না। দেখা যাক কী হয়।’

Advertisement