হঠাৎই রাজ্য ভলিবল সংস্থার তাঁবুতে দেখতে পাওয়া গেল নতুন সভাপতি হিসেবে মন্ত্রী ফিরহাদ হাকিমের নামে ফেস্টুন। কিন্তু, সংস্থার সদরস্যরাই জানেন না কবে, কোন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সচিব পল্টু রায়চৌধুরী গত ১৬ অক্টোবর সভা ডেকেছিলেন। কিন্তু, সেই সভা অসুস্থতার কারণে রাতারাতি স্থগিত রেখে দেওয়া হয়।
তবে, বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন নগরপাল গৌতম মোহন চক্রবর্তী জানিয়েছিলেন শারীরিক কারণে তিনি আর সভাপতি থাকতে পারছেন না। তখনই মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম বলা হয়েছিল। সরকারিভাবে কবে এই সভাপতি নামের উপর সিলমোহর পড়লো তা কারোর জানা নেই। রাজ্য ভলিবল সংস্থায় চেতলা অগ্রণী খেলে থাকে। এই ক্লাবের কর্ণধার হলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই কারণে সভাপতি পদে মন্ত্রী নামে আপত্তি নেই। কিন্তু, শাসকগোষ্ঠীর বিরোধীপক্ষ আগামী শনিবার বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে তাদের পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করতে পারে বলে জানা গেছে। খুব সম্ভবত তিরিশ দশকের বেশি সচিব পদে থাকা পল্টু রায় চৌধুরীর জায়গায় আসতে পারেন সুরুচি সংঘের প্রতিনিধি স্বরূপ বিশ্বাস, বর্তমানে তিনি আইএফএ’র সহ সভাপতি।
Advertisement
Advertisement
Advertisement



