ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বজায় রাখতে গাজা ইস্যুতে হস্তক্ষেপের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাফ জানিয়ে দিলেন, ‘গাজায় কোনও আমেরিকান সেনা মোতায়েন করা হবে না’।
তিনি এই মন্তব্যটি করেছেন, ইজরায়েলে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের সময়, যেখানে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও সংঘর্ষ রোধের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ভ্যান্সের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে মার্কিন নীতি শান্তিপূর্ণ সমাধানের প্রতি নিবদ্ধ থাকবে এবং সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ বেছে নেওয়া হবে না।
Advertisement
উল্লেখ্য, গাজা অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘাত ও উত্তেজনা বিদ্যমান। মার্কিন উপপ্রেসিডেন্টের এই স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাত নিরসনের ওপর জোর দেওয়া হচ্ছে।
Advertisement
Advertisement



