অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরল সফরে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে রাষ্ট্রপতির হেলিকপ্টার। বুধবার সকালে কেরলের পাথানামথিত্তা জেলার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় ওজনে হেলে পড়ে হেলিকপ্টারটি। ভেঙে পরে হেলিপ্যাডের একটি অংশ। হেলিকপ্টার মাটি ছোঁয়ার সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাইলটের কেরামতিতে কোনওভাবে রক্ষা পায় কপ্টার, সঙ্গে সঙ্গে ছুটে এসে পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত সেটিকে সোজা করে দেন। তবে নিরাপদে রয়েছেন রাষ্ট্রপতি।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। সম্প্রতি কেরল সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বুধবার তাঁর যাওয়ার কথা ছিল সবরীমালা মন্দিরে, সেই মতোই রাষ্ট্রপতির হেলিকপ্টার প্রামাদম স্টেডিয়ামে নামে। ভিডিওতে দেখা গিয়েছে, অবতরণের পরই অতিরিক্ত ভারের ফলে হেলিপ্যাডের একাংশ ভেঙে যায় এবং জরুরি ভিত্তিতে সেই হেলিকপ্টার সোজা করে দেন কর্মীরা।
Advertisement
দুর্ঘটনার সময় পাইলট ছাড়াও রাষ্ট্রপতি ছিলেন কপ্টারের ভিতরেই। কিন্তু ভাগ্যবশত, কারওরই কিছু হয়ই। মঙ্গলবার সন্ধায় তিনি তিরুঅনন্তপুরমে পৌঁছন। তাঁকে স্বাগত জানান কেরলের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও। বুধবার সবরীমালায় পৌঁছনোর আগেই দুর্ঘটনা। এরপর কপ্টার থেকে নেমে সড়কপথে রওনা দেন রাষ্ট্রপতি।
Advertisement
হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় প্রশাসনের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে হঠাৎ ভেঙে পড়ল কপ্টার। নিরাপত্তা বাহিনীর চেষ্টায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। তবে আপাতটি নিজের কর্মসূচিতে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি।
Advertisement



