• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আসন ভাগাভাগির বিরোধের মধ্যে বিহার নির্বাচনে আরজেডি-র ১৪৩ জন প্রার্থীকে মনোনয়ন

সোমবারই ছিল দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিহারে বিরোধী জোট ইন্ডিয়া-র চূড়ান্ত আসন সমঝোতা প্রকাশ্যে আসার আগেই ১৪৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। সোমবারই ছিল দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।  কোন কোন আসনে কারা প্রার্থী হচ্ছেন, তা দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়ার পর বেশিরভাগ প্রার্থী মনোনয়নও জমা করে দিয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে আরজেডি। আরজেডি-র শীর্ষ নেতা তেজস্বী যাদব লড়বেন বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসন থেকে।

মহাজোটবন্ধন নিয়ে নানা জটিলতার জন্যই এতদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি আরজেডি। দ্বিতীয় দফায় ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী তালিকা সামনে আনে তারা। তালিকা প্রকাশের আগেই রীতি মেনে প্রার্থীদের দলীয় প্রতীক বণ্টন করা হয় বলে খবর। উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১৪৪ আসনে প্রার্থী দিয়েছিল লালুর দল। এবার ১৪৩ আসনে প্রার্থী দিয়েছে তারা। গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে তেজস্বী যাদব রাঘোপুর থেকে ছাড়াও মাধেপুরায় প্রার্থী হয়েছেন চন্দ্র শেখর, মোকার্মায় বীণা দেবী, ঝাঝায় উদয় নারায়ণ চৌধুরী।

Advertisement

আরজেডি-র ঘোষণা করা তালিকা অনুযায়ী,  এবার ৫টি আসনে জোটসঙ্গীদের বিরুদ্ধেই লড়াইয়ে নামছে তারা। এর মধ্যে রয়েছে বিহার কংগ্রেস সভাপতি রাজেশকুমার রামের আসন। রাজেশ কুমারের কুটুম্বা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন তেজস্বীরা। এ ছাড়া বৈশালী, লালগঞ্জ এবং কাহালগাঁওয়েও কংগ্রেস এবং আরজেডি উভয় দল প্রার্থী দিয়েছে। তারাপুরে অপর জোটসঙ্গী বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহনীর বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে আরজেডি।

Advertisement

এদিকে বিহারের রাঘোপুর আসন থেকে আগেই মনোনয়ন জমা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রথম দফাতেই ভোট রয়েছে রাঘোপুরে। গত বুধবার তেজস্বী রাঘোপুর থেকে মনোনয়ন জমা দেওয়ার পরই কোনও রকম আনুষ্ঠানিক প্রার্থিতালিকা প্রকাশ না করেই বেশ কিছু আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে থাকে কংগ্রেস।

এরপরে বৃহস্পতিবার ৪৮ জনের প্রার্থিতালিকা প্রকাশ করে কংগ্রেস। শুক্রবার আরও একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। শনিবার আরও ৫ আসনে এবং সোমবার ৬ আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। মোট ৬০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। তবে ২৪৩ আসনের বিহার বিধানসভা ভোটে ইন্ডিয়া-র আসন ভাগাভাগি নিয়ে কী  সমঝোতা হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি।

বিহারের শাসক জোট ‘এনডিএ’তে বিজেপি এবং জেডিইউ— দুই দলই সমানভাবে আসন ভাগাভাগি করেছে। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৯টি আসনে লড়াই করবে রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের দল এলজেপি (আর)। জিতনরাম মাঝীর হিন্দুস্থানি আওয়াম মোর্চা  এব‌ং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা লড়াই করবে ৬টি করে আসনে।

আসন সমঝোতার ক্ষেত্রে দিশা দেখাতে পারেনি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের দল। ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও একে একে আসনরফার পথ ছেড়ে প্রার্থী ঘোষণা করছে। প্রার্থী দিয়েছে জেএমএম এবং আপ। উল্লেখ্য, বিহারে দুই দফায় ৬ এবং ১১ নভেম্বর ভোট। ফল ঘোষণা ১৪ নভেম্বর।

Advertisement