• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কালীপুজোয় ৪৮টি মণ্ডপে বহুমূল্য অলঙ্কারের পাহারায় থাকছে সশস্ত্র পুলিশ

পশ্চিম বন্দর এলাকায় একটি মণ্ডপ, শহরতলির যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে তিনটি মণ্ডপেও সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতার কালীপুজো মানেই ভক্তি আর সাজসজ্জা। প্রতিমার গয়নার ঝলক উৎসবের রঙিন আবহ আরও বাড়িয়ে দেয়। তবে এই বছর গয়নার নিরাপত্তা নিয়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। শহরের ৪৮টি মণ্ডপে সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে মণ্ডপগুলির পাহারাতে। সোমবার থেকে রাইফেলধারী পুলিশকর্মীরা দায়িত্বে রয়েছেন প্রতিমার অলঙ্কার নিরাপদে রাখার জন্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর শুরু থেকে বিসর্জন পর্যন্ত তিনটি শিফটে দুইজন করে কনস্টেবল গয়না রক্ষার দায়িত্বে রয়েছেন। কিছু মণ্ডপে একজন করে অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর থাকছেন। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

Advertisement

শহরের বহু মণ্ডপ ব্যক্তিগতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভিড়ের মধ্যে গয়নার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি পুজো কর্তৃপক্ষও সক্রিয়। সেজন্য পুজো উদ্যোক্তারা নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ করেছেন, কেউ কেউ গেটও বসিয়েছেন।

Advertisement

প্রশাসনের তরফে উত্তর কলকাতার ১৯টি মণ্ডপে বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছেও। চিৎপুর, কাশীপুর, বড়তলা, সিঁথি, আমহার্স্ট স্ট্রিট, টালা ও শ্যামপুকুর-জোড়াবাগান এলাকায় এই ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ কলকাতার আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ এলাকায় প্রতিটি অঞ্চলে আটটি মণ্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে। মধ্য কলকাতার মুচিপাড়া, তালতলা, পোস্তা ও গিরিশ পার্কে সাতটি মণ্ডপে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। পূর্ব কলকাতার ট্যাংরা ও এন্টালির পাঁচটি মণ্ডপে এবং দক্ষিণ-পূর্ব কলকাতার বেনিয়াপুকুরে পাঁচটি মণ্ডপে পুলিশ পাহারা থাকছে। পশ্চিম বন্দর এলাকায় একটি মণ্ডপ, শহরতলির যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে তিনটি মণ্ডপেও সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও পুজো উদ্যোক্তারা মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, ভিড়ের মধ্যে গয়না নিরাপদ রাখতে সামরিক নিরাপত্তাও জরুরি। সেজন্য শিফটভিত্তিক রাইফেলধারী পুলিশকর্মী ও উচ্চপদস্থ আধিকারিক মণ্ডপে বসবেন। গয়না কোথায় রাখা হচ্ছে, কে কী এনেছেন— সবকিছু তালিকাভুক্ত করা হচ্ছে। এই সতর্কতায় দর্শকরা ভিড়ের মধ্যে নিরাপদে এবং স্বচ্ছন্দে কালীপুজো উপভোগ করতে পারবেন।

Advertisement