দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসভবনে ঢুকে তাঁকে মারধরের ঘটনায় ৪০০ পাতার চার্জশিট দিল পুলিশ। ম্যাজিস্ট্রেটের আদালতে সেই চার্জশিট পুলিশ জমা দিয়েছে বলে সূত্রের খবর।গত ২০ আগস্ট নিজের বাড়িতে মার খেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। জনশুনানি চলার সময় গুজরাতের রাজকোটের বাসিন্দা রাজেশভাই খিমজিভাই সাকরিয়া কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান। সেই সময় মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে তাঁকে চড় মারেন ওই যুবক। পাশাপাশি চিৎকার করে গালিগালাজ শুরু করে ওই যুবক। সঙ্গে সঙ্গেই রাজেশকে ধরে ফেলে সেখানে উপস্থিত জনতা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দিল্লির সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি বাসভবন। সেখানেই সাপ্তাহিক জনশুনানি চলছিল। ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাকরিয়া রাজেশভাই খিমজিভাই এবং তাঁর বন্ধু সৈয়দ তহসিন রাজার বিরুদ্ধে খুনের চেষ্টা, জনপ্রতিনিধির কাজে বাধা, মারধর-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে সেই চার্জশিট জমা পড়েছে। ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
Advertisement
চার্জশিট সূত্রে জানা গিয়েছে, সু্প্রিম কোর্টের ১১ আগস্টের নির্দেশকে সমর্থন করেছিলেন রেখা। তাতেই চটে গিয়েছিলেন খিমজিভাই। ওই নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দিতে হবে। তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে। সেই নির্দেশ পরে স্থগিত করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের আগের রায়কে সমর্থন জানানোর জন্যই রেখার উপরে খিমজিভাই চটেছিলেন বলে চার্জশিট সূত্রে খবর।
Advertisement
Advertisement



