এবারের দীপাবালি উপলক্ষে সরযূ তীরে একসঙ্গে জ্বলে উঠবে ২৬ লক্ষ মাটির প্রদীপ। এই উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। বড় আয়োজন নিয়ে বিজেপি সরকারকে তোপ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। শনিবার অখিলেশ যাদব বলেন, ‘আমি ভগবান রামের নাম নিয়ে একটি পরামর্শ দিতে পারি। গোটা দুনিয়ার সমস্ত শহর বড়দিনে আলোয় সেজে ওঠে। তা বহু মাস থাকে।
ওদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘কেন আমরা প্রদীপ, মোমবাতির জন্য এত টাকা খরচ করব? এসব নিয়ে এত ভাববই বা কেন?’ নিজেই উত্তর দেন সমাজবাদী পার্টির নেতা। তিনি বলেন, ‘আমরা এই সরকারের থেকে আর কী বা প্রত্যাশা করতে পারি। বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।
Advertisement
আরও সুন্দর আলোর ব্যবস্থা করা যায়।’ অখিলেশের এই মন্তব্যকে পালটা দিয়েছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘এই মন্তব্য সনাতন ধর্ম বিরোধী। যে রাজনৈতিক দল দীর্ঘ বছর ধরে অযোধ্যাকে অন্ধকারে রেখেছে, রাম মন্দির তৈরির জন্য সংগঠিত আন্দোলনের বিরোধিতা করেছে, তারাই এখন দীপোৎসবের জন্য শহরের সাজসজ্জার বিরোধিতা করছে।’
Advertisement
Advertisement



