• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মাদক পাচারকারীদের সাবমেরিন ধ্বংস করল মার্কিন সেনা

আমেরিকায় ঢুকে মাদক পাচারের পরিকল্পনা ছিল একদল পাচারকারীর। সেই পরিকল্পনা ভেস্তে দিল মার্কিন সেনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাচারকারীর।

মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে মাদক পাচারের পরিকল্পনা ছিল একদল পাচারকারীর। সেই পরিকল্পনা ভেস্তে দিল মার্কিন সেনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাচারকারীর। আহত হয়েছেন দু’জন। তাঁরা ইকুয়েডর ও কলম্বিয়ার বাসিন্দা। সূত্রের খবর, তাঁদের দেশে ফিরিয়ে দেবে মার্কিন প্রশাসন। রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট সমাজমাধ্যমে গোটা ঘটনার কথা জানান। রবিবারের ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেনা।

দীর্ঘদিন ধরে জলপথে মাদক ঢুকছে আমেরিকার। মাদক পাচার রুখতে গত সেপ্টেম্বরে অভিযান শুরু করেন ট্রাম্প। তারপর থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ৬টি জলযান ধ্বংস করেছে মার্কিন সেনা। ওয়াশিংটনের মাদক বিরোধী অভিযানে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে তাঁরা যে প্রত্যেকেই মাদক পাচারকারী ছিলেন, তা নিশ্চিত নয়। এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত ওয়াশিংটন দেয়নি।

Advertisement

রবিবার সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘ফেন্টানিল এবং অন্য কিছু নিষিদ্ধ মাদক নিয়ে সাবমেরিনটি আমেরিকার দিকে আসছিল। সেটি আমেরিকায় পৌঁছালে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হত। দেশের প্রতিটি প্রান্তে কড়া নজর রাখছে আমাদের সরকার স্থলপথে হোক বা জলপথে, আমি থাকতে আমেরিকায় মাদক পাচার চালানো যাবে না।’

Advertisement

Advertisement