• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে, বন্ধুকে মাথা থেঁতলে খুন যুবকের

মায়ের সঙ্গে বন্ধুর অবৈধ সম্পর্কের সন্দেহ

প্রতীকী চিত্র

মায়ের সঙ্গে বন্ধুর অবৈধ সম্পর্কের সন্দেহে বন্ধুর মাথা থেঁতলে নৃশংস ভাবে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।  মায়ের সঙ্গে ধৃত যুবকের বন্ধুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে এই সন্দেহ দানা বেঁধেছিল যুবকের মনে। 

শনিবার সকালে শ্যাম নগর মাল্টি এলাকা থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহত যুবকের নাম আশীষ। বয়স ২৫ এর ধারেপাশে। কোনও ধারালো বস্তু দিয়ে গলা কেটে, মাথা থেঁতলে খুন করা হয়েছে আশীষকে। পুলিশ সূত্রে খবর, রণজিৎ, নিখিল এবং বিনয় নামের তিন যুবক এই খুনের সঙ্গে যুক্ত।  

Advertisement

অভিযুক্ত রণজিৎ বন্ধু আশীষের সঙ্গে মায়ের সম্পর্ক রয়েছে ভেবে সন্দেহ করত, এর আগে বন্ধুকে একাধিক বার সতর্কও করেছে অভিযুক্ত। তাঁদের বাড়ির ধারেপাশে ঘেঁষতেও বারণ করেছিল। কিন্তু শুক্রবার গভীর রাতে বাড়ির আশেপাশে বন্ধুকে দেখতে পেয়েই মেজাজ হারায় রণজিৎ। রণজিৎ তার বন্ধু নিখিল এবং বিনয়কে সঙ্গে নিয়ে আশীষের উপর চড়াও হয়, এরপরেই ওই বন্ধুকে হত্যা করে তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আরও কেউ যুক্ত রয়েছে কিনা ঘটনায়।

Advertisement

Advertisement