• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ব্রহ্মসের নাগালে গোটা পাকিস্তান, কড়া বার্তা রাজনাথের

শনিবার ব্রহ্মসের প্রথম ব্যাচ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হল

অপারেশন সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে ছারখার করে দিয়েছিল ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। শনিবার ব্রহ্মসের প্রথম ব্যাচ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হল। উত্তরপ্রদেশের লখনউয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরও অনেকে।

এদিনের অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা হয়েছে, তা শুধুই ঝলক ছিল। সেই ঝলকই পাকিস্তানিকে বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তা হলে তারা আর কী কী করতে পারে। আমার আর তা আলাদা করে বলার দরকার নেই।’ প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ব্রহ্মস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়। এটি ভারতের ক্রমবর্ধমান নিজস্ব ক্ষমতার প্রতীক। তিনি বলেন, ‘গতি, সঠিক নিশানায় আঘাত হানা এবং এর ক্ষমতা– এই তিনটির মিশেল ব্রহ্মসকে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। ব্রহ্মস এখন ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার মেরুদণ্ড হয়ে উঠেছে।’

Advertisement

সাম্প্রতিক অতীতে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ব্রহ্মস ব্যাপক কাজে এসেছিল ভারতীয় সেনাদের। পাক বাহিনীকে কার্যত নাজেহাল করে দিয়েছিল এই ব্রহ্মস। সে কথা স্মরণ করিয়ে রাজনাথ বলেন, ‘অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে যে জয়ী হওয়া আমাদের কাছে আর কোনও ছোটোখাট ঘটনা নয়। জেতা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ গোটা দেশ বিশ্বাস করে যে আমাদের শত্রুরা আর ব্রহ্মস থেকে পালিয়ে বেড়াতে পারবে না। পাকিস্তানে প্রত্যেকটা ইঞ্চি এখন আমাদের ব্রহ্মসের নাগালের মধ্যে রয়েছে।’

Advertisement

Advertisement