• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে যোগী মডেল চান না কংগ্রেস নেতা পবন খেরা

বিরোধীদলকে আক্রমণ করে বলেন, ‘কংগ্রেস-আরজেডি পরস্পর বিহারের ভোটপ্রক্রিয়ার সহায়ক, তারা দরকারের সময় ‘জঙ্গলে’ ফিরিয়ে নিয়ে যেতে চায়।’

কংগ্রেস নেতা পবন খেরা। প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন, ‘প্রথমে তাঁকে নিজের রাজ্যে তৈরি হওয়া জঙ্গলরাজের দায় নিতে হবে। ঈশ্বর বিহারকে রক্ষা করুন, আমরা এখানে আদিত্যনাথ মডেল চাই না।’

খেরা স্পষ্টভাবে জানান, উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, সেখানে মানুষের নিরাপত্তা অনিশ্চিত। তাঁর বক্তব্য, ‘যে রাজ্যে প্রতিদিন খুন, ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের রাজনীতি নিয়ে পরামর্শ দিতে পারেন না।’

Advertisement

কংগ্রেসের দাবি, বিহারে বিজেপির রাজনৈতিক কৌশল ব্যর্থ হবে, কারণ এখানকার মানুষ গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পক্ষে। খেরা বলেন, ‘বিহার এমন এক রাজ্য, যেখানে মানুষ বিভাজনের রাজনীতি মানে না। তাই উত্তরপ্রদেশের মতো ভয়ের পরিবেশ কেউ এখানে তৈরি করতে পারবে না।’

Advertisement

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বিহারে গিয়ে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় সেখানে ‘জঙ্গলরাজ’ নিয়ে কড়া  অভিযোগ করেন। তিনি দাবি করেন, ১৯৯০ থেকে ২০০৫ সালের মধ্যে বিহারে বিরাজ করছিল জঙ্গলরাজ ও উত্তরাধিকার ভিত্তিক রাজনীতি, যার প্রভাব আজও অনুভূত হচ্ছে।

যোগী তাঁর সেই বক্তব্যেই বিরোধীদলকে আক্রমণ করে বলেন, ‘কংগ্রেস-আরজেডি পরস্পর বিহারের ভোটপ্রক্রিয়ার সহায়ক, তারা দরকারের সময় ‘জঙ্গলে’ ফিরিয়ে নিয়ে যেতে চায়।’

এই বক্তৃতার প্রেক্ষিতে কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সংবাদ মাধ্যম ও দলের সদস্যদের সঙ্গে আলোচনায় আমরা বলেছি, আমাদের দলে কোনও বিভ্রান্তি নেই। কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকের মতামত ব্যক্ত করতে সময় লাগে। আলোচনায় যতটা সময় লাগছে, তার চেয়ে বেশি কিছু নয়।’

Advertisement