• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

‘ক্রেতাদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বক্তব্য কেন্দ্রের

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'দেশে তেল ও গ্যাসের চাহিদার কথা মাথায় রেখে ভারত সেগুলি আমদানি করে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত। বুধবার এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি না কেনার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ ট্রাম্পের এই ঘোষণার পরেই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। বিরোধীরা বলতে থাকেন, ট্রাম্পের ভয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন মোদী। বৃহস্পতিবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্রাম্পের দাবি সামনে রেখে অভিযোগ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্টকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে এনডিএ সরকার। বৃহস্পতিবারই এনিয়ে মুখ খুলল বিদেশমন্ত্রক।

সংক্ষিপ্ত বিবৃতিতে সরাসরি ট্রাম্পের দাবি না উড়িয়ে মন্ত্রক জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতি চলছে। তার মধ্যেও দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাই বিষয়টিতেই সবচেয়ে জোর দেবে ভারত। জাতীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘দেশে তেল ও গ্যাসের চাহিদার কথা মাথায় রেখে ভারত সেগুলি আমদানি করে। ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিকেই সবার আগে মাথায় রাখা হয়। তেল আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়। জ্বালানির স্থিতিশীল দাম এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ, দু’টি বিষয়ই আমাদের লক্ষ্য। এইসঙ্গে জ্বালানি উৎস বাড়ানো এবং বাজারের পরিস্থিতি বিচার করে চাহিদাপূরণই হল অন্যতম নীতি।’

Advertisement

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর জরিমানা বাবদ অতিরিক্ত ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের আক্রমণের মুখে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে দাবি ওয়াকিবহাল মহলের। যদিও এই বিবৃতিতে সরাসরি ট্রাম্পের দাবি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। রাশিয়া থেকে জ্বালানি কেনা ভারত বন্ধ করবে কি না, তাও স্পষ্ট নয় এই বিবৃতিতে।

Advertisement

গত কয়েক বছরে ০.২ শতাংশ থেকে ভারতে রুশ তেল আমদানির পরিমাণ বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। গত সেপ্টেম্বরে ভারত রাশিয়ার কাছ থেকে প্রায় ২৫,৫৯৭ কোটি টাকার অপরিশোধিত তেল কিনেছিল। এর ফলে চিনের পর রাশিয়ান তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত। নয়াদিল্লির বিবৃতি দেখে অনেকরই অনুমান, ভবিষ্যতেও নিজেদের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে ভারত। সেক্ষেত্রে সস্তায় পেলে ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে।

Advertisement