• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৬৮ বছর

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। বি আর চোপড়ার আইকনিক ধারাবাহিক মহাভারত-এ কর্ণের চরিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি৷ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৬৮ বছর।

শরীরে ক্যানসার থাকলেও তিনি ধীরে ধীর সুস্থ হয়ে উঠছিলেন। কয়েক মাস আগে তিনি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পঙ্কজের পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বুধবারই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে পশ্চিম মুম্বইয়ের এস.ভি.রোড ভিলে পার্লের পবন হংস শ্মশানে।

Advertisement

পঙ্কজের মৃত্যুতে সিনেমাজগতে শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু এবং এক উজ্জ্বল অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুতে আমি মর্মাহত। তিনি এক মহান মানুষ ছিলেন।

Advertisement

তাঁর মৃত্যুতে সিনেমা জগতের বিশাল ক্ষতি হয়ে গেল। পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।’ পঙ্কজের সহ অভিনেতা ফিরোজ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শোকপ্রকাশ করে লেখেন, ‘জেন্টলম্যান! বিদায়। তোমাকে মিস করবে পিডি৷ যেখানেই থাকো ভালো থাকো৷’ ফিরোজ খান মহাভারতে অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে বিআর চোপড়ার মহাভারতে কর্ণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন পঙ্কজ। তিনি হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও কাজ করেছেন। ১৯৯৩ সালে তিনি ‘দস্তক’–এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পাশাপাশি তাঁকে ‘জি হরর শো’–তেও দেখা গিয়েছে।

টিভি ধারাবাহিক কানুন–এ একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় পঙ্কজকে। পাশাপাশি ‘জমিন’, ‘আন্দাজ’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘সোলজার’–এর মতো বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। শেষবার ২০২৪ সালে ‘ধ্রুব তারা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তার কিছু মাস পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

Advertisement