চুরির মোবাইল বাংলাদেশে পাচার করার আগেই মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। শনিবার রাতে নিউ ফরাক্কা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁদের গ্রেপ্তার করে জিআরপি। ধৃতদের ব্যাগ থেকে মোট ১৪৭টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি পুলিশের।
ধৃতদের নাম দাউদ ইব্রাহিম (২৪) ও তহিরূপ শেখ (২৫)। তাঁদের বাড়ি মালদহ জেলার কালিয়াচক এলাকায়। ধৃতদের মধ্যে দাউদ হলেন কুখ্যাত চোরা কারবারি। চুরির মোবাইল বাংলাদেশের পাচার করাই তাঁর উদ্দেশ্য। এতগুলি চুরির মোবাইল নিয়ে এদিন উত্তরপ্রদেশ থেকে আপ ব্রক্ষপুত্র মেলে ফরাক্কায় আসেন দাউদ ও তহিরূপ। তাঁদের গন্তব্য ছিল কালিয়াচক। কিন্তু কালিয়াচকে যাওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁদের গ্রেপ্তার করে জিআরপি।
Advertisement
জিআরপি মালদহ ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানিয়েছেন, ১৪৭টি মোবাইল প্রথমে মালদহের কালিয়াচকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে ধৃতরা জড়িত বলে অনুমান করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত তা খতিয়ে দেখছে ফরাক্কা জিআরপি।
Advertisement
Advertisement



