• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গড়িয়াহাট পুলিশের তৎপরতায় ব্যর্থ ‘ডিজিটাল গ্রেপ্তারের’ জালিয়াতি

তদন্তে নেমে পুলিশ ও সাইবার সেল টাকার লেনদেনের নথি খতিয়ে দেখে কিছু অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

প্রতীকী চিত্র

‘ডিজিটাল গ্রেপ্তার’-এর নাম করে প্রবীণ নাগরিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর আভিযোগ উঠল খাস কলকাতায়। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ব্যর্থ প্রতারক চক্র। গড়িয়াহাট থানার তদন্তে এবং সাউথ ইস্ট ডিভিশনের সাইবার সেলের সহযোগিতায় উদ্ধার হয়েছে প্রায় আট লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসবিহারী অ্যাভিনিউয়ের বাসিন্দা অশোক কুমার আগরওয়াল গত জুন মাসে এক ফোন পান। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদের সিবিআই অফিসার পরিচয় দেন। তাঁকে ভয় দেখিয়ে বলেন, তিনি নাকি ‘ডিজিটালি গ্রেপ্তার’ হয়েছেন। এরপর ভয় ও বিভ্রান্তির সুযোগ নিয়ে ওই প্রবীণকে আরটিজিএসের মাধ্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা পাঠাতে বাধ্য করা হয়।

Advertisement

ঘটনার পর গড়িয়াহাট থানায় মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ ও সাইবার সেল টাকার লেনদেনের নথি খতিয়ে দেখে কিছু অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি এ ধরনের ‘ডিজিটাল গ্রেপ্তার’ বা সাইবার প্রতারণা বেড়ে চলেছে। নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। পুলিশ বলছে, ‘কোনও সরকারি সংস্থা বা আইন-প্রয়োগকারী দপ্তর কখনও ফোনে গ্রেপ্তার বা টাকা জমা দেওয়ার নির্দেশ দেয় না। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় জানান।’

কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, ‘দ্রুত পদক্ষেপ ও নাগরিক সচেতনতা—এই দুই-ই এমন প্রতারণা রুখতে সবচেয়ে কার্যকর। গড়িয়াহাট থানার সাফল্য তারই প্রমাণ।’

Advertisement